এখন থেকে ফ্রিতে জিনিস পাওয়ার দিন শেষ। কারণ টুইটার তার পরিষেবাতে কিছু রদবদল আনতে চলেছে। সেই কারণেই এবার থেকে গ্রাহকদের খরচ হতে চলেছে গ্যাঁটের কড়ি। চলতি বছরের গত এপ্রিল মাসে টুইটার সংস্থার মালিকানা বদল হয়েছে। তারপরই ইলন মাস্ক (Elon Musk) বিভিন্ন রকম নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছেন। এরমধ্যে অন্যতম হলো কর্মী ছাঁটাই, সেরকমই আবার টুইটারে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের (Twitter Account Verification) জন্য খরচ করতে হবে টাকা। টুইটার ব্লু (Twitter Blue) পরিষেবার পর এবার থেকে খবর পড়তে গেলেও টাকা খরচ করতে হবে গ্রাহককে। এই নতুন পরিষেবা চালু হতে চলেছে আগামী মাস থেকে। শনিবারই টুইটারের মালিক ইলন মাস্ক এমনটাই ঘোষণা করেন যে, টুইটারে খবর পড়তে এবার থেকে টাকা লাগবে। আগামী মাস থেকে টুইটারে খবরের (News on Twitter) প্রতিবেদন পড়ার জন্য মিডিয়া প্রকাশকরা টাকা নিতে পারবেন।
টুইটারের মালিক ইলন মাস্ক জানিয়েছেন, এখন থেকে টুইটারে কোনও খবর (News on Twitter) পড়তে গেলে প্রতি প্রতিবেদন পিছু একটি নির্দিষ্ট টাকা দিতে হবে। টুইটারের তরফে খবর পড়ার জন্য একটি মাসিক সাবস্ক্রিপশন প্যাকেজ আনা হবে। সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে যে এর ফলে গ্রাহকদের জন্য এই সাবস্ক্রিপশন পরিষেবাই বেশি লাভজনক হবে। আশা করা হচ্ছে যে প্রতিবেদন পিছু ছি দেবার থেকে সাবস্ক্রিপশন করে নিলে গ্রাহকরা বেশি লাভ পাবে।
যে সময় থেকে টুইটারের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরানো হয়েছে তারপরই খবর পড়ার ক্ষেত্রেও সাবস্ক্রিপশন পরিষেবা আনার কথা ঘোষণা করেছে এই সংস্থা। এর তরফে বলা হয়, আগামী মাস থেকে এই মিডিয়া প্লাটফর্মটিতে প্রতিবেদন পিছু চার্জ দিতে হবে গ্রাহকদের।
টুইটার কোম্পানির মালিক জানিয়েছেন যে, যেসব গ্রাহকরা মাসিক সাবস্ক্রিপশনের জন্য সাইন আপ করবেন না, তাদের অবশ্যই প্রতিবেদন পিছু ফি দিতে হবে। সেটা কিন্তু মাসিক খরচের তুলনায় বেশি হবে। একমাত্র যারা মাঝে মাঝে খবর পড়তে চান, তারা মাসিক সাবস্ক্রিপশনের বদলে এই পরিষেবা গ্রহণ করতে পারেন। এতে সংবাদমাধ্যম ও জনগণ-উভয়েরই সুবিধা হবে।
প্রসঙ্গত বলা যায় যে, এরমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম তাদের ওয়েবসাইটের জন্য পে-ওয়াল ব্যবহার করছেন, একমাত্র সাবস্ক্রিপশন নিলে তবেই প্রতিবেদন পড়া সম্ভব। ইলন মাস্ক যখনই টুইটারের মালিকানা গ্রহণ করেছিলেন তারপরই ইঙ্গিত দিয়েছিলেন যে, টুইটার প্ল্যাটফর্মে পে-ওয়াল বাইপাস বসানো হতে পারে, তাই গ্রাহকদের টুইটারের মাধ্যমে খবর পড়ার জন্য টাকা দিতে হবে। সেই সময় তিনি জানিয়েছিলেন, টুইটারে বিভিন্ন ভুয়ো খবর (News on Twitter) রুখতে এবং গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী খবর পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হবে।