‘খোল ছানি ভালো লাগছিল না’, রাজীব ব্যানার্জীকে খোঁচা অনুব্রতর

অমরনাথ দত্ত : বিধানসভা নির্বাচনের আগে ফের একবার শাসক দলে ধাক্কা। মন্ত্রীত্ব ছাড়লেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকরকে তিনি পদত্যাগপত্র জমা দেন। মূলত দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভের পরিপ্রেক্ষিতেই তার এই পদত্যাগপত্র বলে তিনি জানিয়েছেন। তবে তার এই পদত্যাগপত্র জমা দেওয়াকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই খোঁচা দিতে ছাড়লেন না বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিকদের সামনে পদত্যাগ দেওয়ার কারণ জানান। যেখানে অবশ্যই দলের একাংশের বিরুদ্ধে তার মতানৈক্য ফুটে উঠেছে। তবে তিনি পদত্যাগ করলেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। আর রাজীব ব্যানার্জির এই পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে নাম লেখানো নিয়ে। যদিও তিনি এখনও কিছু ঘোষণা করেননি।

তবে তিনি ঘোষণা না করলেও আগাম অনুব্রত মণ্ডল খোঁচা দিয়ে বলেন, “খোল ছানি ভালো লাগছিল না। ওই জন্য জিওলি ফিওলি দিয়ে খেতে ভালো লাগবে। এমনিতে খোল দিয়ে ছানি দিয়ে ছিটিয়ে দেয়। ওর সঙ্গে যদি জিওলি ফিওলি দেয় ভালো লাগবে। ওই জন্যই। এই গোয়াল থেকে অন্য গোয়ালে যাবে বোধ হয়।”

কিন্তু রাজীব ব্যানার্জী যদি বিজেপিতে যান তাহলে দলের কোন ক্ষতি হবে? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানান, “এই গোয়াল থেকে অন্য গোয়ালে তো বরাবরই যায়। এখানে যদি ৫ কেজি দুধ দেয় ওখানে গিয়ে দুধ কমে যাবে। একেবারে শেষ যাত্রা। নেতাদের কোন দাম নাই।”

রাজীব ব্যানার্জি মন্ত্রিত্ব পদ ছাড়ার পর সমস্ত কল্পনাকে সত্যি করে গেরুয়া শিবিরে নাম লেখাবেন কিনা তা নিজে এখনো স্পষ্ট না করলেও অনুব্রত মণ্ডলের এদিনের খোঁচা থেকে স্পষ্ট তৃণমূল নেতারা ভেবে নিয়েছেন তিনি বিজেপিতে যাচ্ছেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।