Fuchka is also being sold in local trains, the video has gone viral: সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন কত কিছুই না চোখে পড়ে। ভালো এবং খারাপ দুটো জিনিসই সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এমন অনেক ভাল জিনিস আছে যা অনেক সময় থাকে লোকচক্ষুর আড়ালে। এমন একটি পছন্দের ভিডিও ভাইরাল হয়েছে গোটা নেট দুনিয়াতে। ফুচকা (Fuchka) কিন্তু বাঙালির সবসময় খুব প্রিয়। আসলে ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে। যদি এই ফুচকা পাওয়া যায় লোকাল ট্রেনে? ব্যাপারটা কি হবে বলুন তো? সম্প্রতি ইন্সটাগ্রামে একটা ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে লোকাল ট্রেনে দেখা যাচ্ছে ফুচকা বিক্রি হতে।
অনেকের মনে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে ট্রেনটি রাতে চলছিল না দিনে। আসলে ট্রেনটি ছিল একটি রাতের ট্রেন। কিভাবে বুঝলেন ট্রেনটির রাতে চলছিল? কারণ ভিডিওতে দেখা গেছে ট্রেনের ভিতরের সমস্ত লাইট জ্বলছিল। কিন্তু ট্রেনটি রাতে হোক কিংবা দিনে সেটা বড় কথা নয়, রাতে ট্রেনে ফুচকা (Fuchka) বিক্রি হলে ব্যাপারটা মন্দ হবে না।
রাতের ট্রেন মানে সবার বাড়ি ফেরার পালা। কেউ সারাদিনের খাটনির পর অফিস থেকে বাড়ি ফিরছেন, কেউ কলেজ থেকে আবার কেউ টিউশনি পড়ে। তাই বাড়ি ফেরার পথে ট্রেনে যদি ফুচকা (Fuchka) পাওয়া যায় সেই লোভ সংবরণ করা সত্যি কষ্টকর। কাউকে আর কষ্ট করে বাজারে গিয়ে বা অন্য কোথাও গিয়ে ফুচকা খেতে হবে না। ট্রেনেই পেয়ে যাবেন তারা তাদের প্রিয় খাবার।
ভাইরাল ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে Funny Sandip নামক একটি পেজ থেকে। কম সময়ের মধ্যেই ভিডিওটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে যে, ভগবানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কত কিছুই না দেখতে হবে। বহু নেটিজেন সেখানে নানা রকম মন্তব্য করেছেন। ট্রেনে ফুচকা (Fuchka) বিক্রি হওয়ার ভিডিও যে এতটাও ভাইরাল হতে পারে তা মানুষ স্বপ্নেও ভাবতে পারেনি।
ভিডিওটিতে রীতিমতো কমেন্টের বন্যা বয়ে গেছে। ভাইরাল ভিডিওটি দেখার পর একজন মন্তব্য করেছেন যে, ট্রেনে করে দিলে এবার ফুচকাও খাওয়া যাবে। অন্য আরেকজন ব্যক্তি বলেছেন, ফুচকা অন হুইলস। আরেক ব্যক্তি একটু ব্যাঙ্গের সুরে বলেছেন যে, ট্রেনে যাতায়াত খুব একটা না করলে বোঝা যাবে না যে ট্রেনের ভ্যান্ডারে সবজি থেকে ফুচকা সবকিছুই চলে। কারোর পেশা নিয়ে কোনোভাবে মজা করা উচিত নয়।