Ganga Underwater Metro: শুধু লঞ্চ নয়, লঞ্চের পাশাপাশি নতুন ইতিহাস তৈরী করল গঙ্গার নিচে মেট্রো, না জানলেই নয়

Ganga Underwater Metro made new history: সম্প্রতি রাজ্যের তথা ভারতের প্রথম জলের নিচ দিয়ে মেট্রো পরিষেবা (Ganga Underwater Metro) চালু করা হয়েছে। কলকাতা থেকে হাওড়া ময়দান অব্দি যাওয়া নতুন মেট্রো রেল পথটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বাণিজ্যিকভাবে পাকাপাকি জলের নিচে মেট্রো পরিষেবা চালু করা হয়েছে ১৫ই মার্চ থেকে। বহু মানুষ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে ভিড় জমিয়েছেন মেট্রো স্টেশন গুলিতে।

পরিসংখ্যান অনুযায়ী ১৫ই মার্চ থেকে ৩১শে মার্চ অব্দি মাত্র ১৬ দিনে নতুন এই মেট্রো পরিষেবা (Ganga Underwater Metro) ব্যবহার করেছেন ৪ লক্ষ ৬৫ হাজার মানুষ। গ্রীন লাইন থেকে ব্লু লাইনের বিভিন্ন মেট্রো স্টেশনে যাতায়াত করেছেন রাজ্যবাসী। এসপ্ল্যানেড মেট্রো নতুন দুটি করিডোর ব্লু লাইন ও গ্রীন লাইনের ইন্টার চেঞ্জিং পয়েন্টটি সাধারণ মানুষের জন্য কলকাতার বুকে যত্রতত্র যাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা এনে দিয়েছে। নতুন মেট্রো পরিষেবার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তার প্রমাণ দিচ্ছে। ৬৫ হাজারের মধ্যে ২ লক্ষ ৫১ হাজার যাত্রী এসপ্ল্যানেডে এসেছেন এই মেট্রো পরিষেবার মাধ্যমে।

পরিসংখ্যান অনুযায়ী, হাওড়া মেট্রো স্টেশন (Ganga Underwater Metro) থেকে গ্রীন লাইনের বিভিন্ন স্টেশনে যাতায়াত করেছেন ২ লক্ষ ১১ হাজার মানুষ। একইভাবে কলকাতার মেট্রো স্টেশনে ব্লু লাইনের বিভিন্ন স্টেশনে যাতায়াত করেছেন ৩৮ হাজার যাত্রী। গ্রীন লাইনের বিভিন্ন স্টেশন থেকে কালিঘাট পর্যন্ত গেছেন ২১ হাজার যাত্রী, দক্ষিণেশ্বর গিয়েছেন ১১০০০ যাত্রী। এই মেট্রো পরিষেবা টি ব্যবহার করে দমদম গিয়েছেন ২৫ হাজার যাত্রী। হাওড়া, হাওড়া ময়দান, মহাকরণ মেট্রো স্টেশন থেকে শুধুমাত্র কবি সুভাষ মেট্রো স্টেশন অব্দি গিয়েছেন ১৩ হাজার জন। গ্রীন লাইনের বিভিন্ন স্টেশন থেকে রবীন্দ্র সদন গেছেন ১৪৩০০ জন যাত্রী।

আরও পড়ুন 👉 Dakshineswar Metro Station: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বিশেষ উদ্যোগ মেট্রো কর্তৃপক্ষের, এবার অনেক বেশি সুবিধা পাবেন যাত্রীরা

সম্প্রতি যাত্রীদের সুবিধার জন্য এসপ্ল্যানেড স্টেশনটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রীন লাইন ও ব্লু লাইনের যাতায়াত আরও সহজ ও আকর্ষণীয় করতে এসপ্ল্যানেড স্টেশনের এই দুটি লাইনের মধ্যে বেশ কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। রেলের তরফ থেকে করা এই বন্দোবস্ত রীতিমতো প্রশংসার দাবি রাখে।

এসপ্ল্যানেড স্টেশনের দুটি বিভাগে যাত্রীদের প্রবেশ ও প্রস্থান নির্দেশ করার জন্য একাধিক ব্যানার ও স্টিকার লাগানো রয়েছে। স্টেশনে এছাড়াও পাশাপাশি অবস্থিত দুটি ট্রেনের মধ্যে নিজেদের প্রয়োজনীয় ট্রেনটিকে খুঁজে পেতে একাধিক নির্দেশক চিহ্নযুক্ত স্টিকার ব্যবহার করা হয়েছে প্লাটফর্মে। মেট্রোর স্টাফ এবং আরপিএফ কর্মীরা ব্যাপকভাবে সহযোগিতা করছেন। পিক আওয়ারে যাত্রী সুবিধার জন্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দ্রুত বিনিময় ব্যবস্থা পরিচালনা করার জন্য আরপিএফেরা ও মেট্রোর স্টাফেরা একসাথে অক্লান্ত পরিশ্রম করে চলেছে।