Railway Rules: ট্রেনের জানলা থেকে চিপসের প্যাকেট, বোতল ফেললে শুধু জরিমানা নয়, এবার মিলবে বড় শাস্তি

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশের প্রায় সাড়ে সাত হাজার রেল স্টেশন থেকে প্রায় ১২ হাজার যাত্রীবাহী ট্রেন বিভিন্ন রুটে রওনা দিয়ে থাকে। এইসব ট্রেনগুলির উপর ভর করে প্রতিদিন কমকরে ১ কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। বিপুল সংখ্যক এই যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য রেলের (Indian Railways) তরফ থেকে পরিকাঠামোগত দিক দিয়ে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয় যাতে করে কারো কোনো অসুবিধে না হয়।

তবে রেলের তরফ থেকে পরিষেবা দিতে গিয়ে দেখা গিয়েছে, বিপুল সংখ্যক এই যাত্রীদের তরফ থেকে স্টেশন, ট্রেন, ট্রেন লাইন সহ বিভিন্ন জায়গায় ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করতে করতে হিমশিম খেতে হচ্ছে। যাত্রীদের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কার করার জন্য রেলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। অথচ যাতে যত্রতত্র আবর্জনা ফেলা না হয় তার জন্য রেলের নির্দিষ্ট নিয়ম এবং সেই নিয়ম অমান্য করলে জরিমানার ব্যবস্থাও রয়েছে।

কিন্তু যাত্রীদের বড় অংশ সেই সকল নিয়মকে অনবরত বুড়ো আঙুল দেখানো হচ্ছে এবং বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের কাজকর্ম চালানো হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এবার রেলের তরফ থেকে পুরাতন আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হল। আর সেই নিয়ম অনুযায়ী যদি এবার কোন যাত্রী ট্রেনের জানলা দিয়ে চা খাওয়া ভাঁড়, চিপসের প্যাকেট, জলের খালি বোতল, গুটকা-পান খাওয়ার পর পিক ইত্যাদি ফেলেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন 👉 বিনা টিকিটে ট্রেনে উঠলেও মিলবে না কোন শাস্তি! শুধু জানতে হবে এই নিয়ম

রেলের আইনের ১৫৫ (সি) ধারায় আগে ট্রেনের মধ্যে এবং প্ল্যাটফর্মে এই ধরনের আবর্জনা ফেললে ব্যবস্থা গ্রহণের কথা বলা হত। কিন্তু এবার এই আইনের সঙ্গে যুক্ত হচ্ছে রেললাইনও। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবার রেললাইনেও যদি এই ধরনের আবর্জনা ফেলা হয় তাহলে রেল ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে। তাদের তরফ থেকে জানানো হয়েছে এই আইন আগে থেকে থাকলেও এবার আরও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে এই ধরনের কাজকর্ম করে যদি কোন ব্যক্তি ধরা পড়েন তাহলে এবার শুধু জরিমানা নয়, এর পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। পূর্ব রেলের তরফ থেকে এমন ঘোষণার পর এবার ট্রেনে সফর করার সময় আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে সাবধান হয়ে যান। সাবধান না হলে গন্তব্যে পৌঁছানোর আগেই আপনার ঠিকানা হতে পারে অন্য কোথাও।