Adani Group 5G plan: রাতের ঘুম উড়ল আম্বানির, চাপে Airtel! হাইস্পিড ইন্টারনেট নিয়ে প্ল্যান শুরু আদানির!

নিজস্ব প্রতিবেদন : ভারত হোক অথবা বিশ্বের যে কোন দেশ, এখন প্রত্যেকেই দিন দিন এগিয়ে চলেছে ডিজিটালের দিকে। দিন দিন বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। বিশ্বের দিকে নজর না রাখলেও যদি ভারতে নজর রাখা যায় তাহলে এখানে রয়েছেন কোটি কোটি গ্রাহক। এমন পরিস্থিতিতে ইন্টারনেট পরিষেবায় ভারতীয় বাজারের মতো বড়বাজার অন্য কিছু হতে পারে না।

ইন্টারনেট দুনিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া সংস্থাটির নাম হল মুকেশ আম্বানির জিও। এই টেলিকম সংস্থা শেষে প্রথম 4G পরিষেবা চালু করার পাশাপাশি চালু করে দিয়েছে 5G পরিষেবা। অন্যদিকে একইভাবে 4G পরিষেবার পাশাপাশি 5G পরিষেবা চালু করে দিয়েছে এয়ারটেল। তবে এবার এই সকল টেলিকম সংস্থা জোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে পারে বলেই মনে করা হচ্ছে। এমনকি এই সকল সংস্থার প্রতিষ্ঠাতাদের রাতের ঘুম উঠতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

কেন এমনটা হতে চলেছে? এর পিছনে রয়েছেন আদানি গ্রুপের (Adani Group) কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। কেননা তারাও এবার 5G (Adani Group 5G plan) পরিষেবা নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা আগামী গ্রুপের মতো একটি সংস্থা যদি হাই স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদানের ব্যবসায় নামে তাহলে স্বাভাবিকভাবেই চাপে পড়তে হবে অন্যান্য সংস্থাগুলিকে তা নিয়ে কোন সন্দেহ নেই।

আরও পড়ুন 👉 Reliance Elephant Deal: পেপসি-কোকের বাজার শেষ! এবার কোল্ড ড্রিংকসের জগতে আরও বড় মেগা এন্ট্রি নিতে চলেছেন আম্বানি

আদানি গ্রুপ 5G পরিষেবার মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে পারে এমন জল্পনা তৈরি হয়েছে মূলত বেশ কয়েকটি কারণে। এর আগে 5G স্পেকট্রাম যখন নিলাম হয়েছিল তখনো আদানি গোষ্ঠী নিলামে অংশগ্রহণ করেছিল। এরপর আবার পরবর্তী নিলাম রয়েছে ২০ মে। সেই নিলামেও আদানি গোষ্ঠী অংশগ্রহণ করতে পারে বলেই জানা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। শুধু নিলামে অংশগ্রহণ নয়, এর পাশাপাশি আরও বেশ কয়েকটি ইঙ্গিত পাওয়া গিয়েছে আদানি গোষ্ঠীর 5G পরিষেবায় পা রাখার বিষয়ে।

কেননা কর্মীদের সঙ্গে বৈঠকে গৌতম আদানি বলেছেন, তারা ডেটা সেন্টার সম্প্রসারণ করার বিষয়ে চিন্তা ভাবনা করছেন। 5G ব্যান্ড নিয়েও একটানা কাজ করা হচ্ছে। এছাড়াও দিন কয়েক আগেই কোয়ালকমের সিইও ভারতে এসেছিলেন। তখন গৌতম আদানিকে তার সঙ্গে দেখা গিয়েছিল। পাশাপাশি গৌতম আদানি খুব তাড়াতাড়ি নতুন কোম্পানি আনতে পারেন বলেও পূর্বাভাস দিয়েছেন। এসবের পরিপ্রেক্ষিতেই মনে করা হচ্ছে ভারতে 5G ইন্টারনেটের ক্রমবর্ধমান পরিস্থিতিতে অংশগ্রহণ করতে পারেন।