Reliance Elephant Deal: পেপসি-কোকের বাজার শেষ! এবার কোল্ড ড্রিংকসের জগতে আরও বড় মেগা এন্ট্রি নিতে চলেছেন আম্বানি

India’s Reliance Retail Ventures Limited has completed a deal with Sri Lanka’s Elephant House for cold drinks: গরমের অসহ্যকর তাপমাত্রা সহ্য করার হাত থেকে বাঁচতে সফ্ট ড্রিঙ্কস পান করতে কে না পছন্দ করে? গরম পড়তে না পড়তেই বাজারে কোকাকোলা পেপসির মতো সফ্ট ড্রিঙ্কস গুলির চাহিদা বাড়তে শুরু করেছে। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছেন রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির নেতৃত্বে রিলায়েন্স কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে তাদের ব্যবসা বাড়িয়েই চলেছে। কোল্ড ড্রিংকসের জগতে রিলায়েন্স রিটেলের অস্তিত্ব বেশ চোখে পড়ার মতন। মুকেশ আম্বানি বর্তমানে সেই ব্যবসাকে আরো বড় করে দেখতে চাইছেন। সম্প্রতি তিনি শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় কোল্ড ড্রিঙ্কস কোম্পানি এলিফ্যান্ট হাউজের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

পেপসি কোকাকোলার মতন কোম্পানিগুলোকে বহুদিন আগেই রিলায়েন্স একটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল, আর নতুন এই চুক্তি (Reliance Elephant Deal) বর্তমানে একটা বড় প্রতিযোগিতার আহ্বান দিচ্ছে যেন বাকি কোল্ড ড্রিঙ্কস ব্র্যান্ড গুলোকে।

শ্রীলংকার এলিফ্যান্ট হাউজের সাথে ভারতের রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড কোম্পানি যে চুক্তি (Reliance Elephant Deal) স্বাক্ষর করেছে তার মধ্যে দিয়ে রিলায়েন্স ভারতে এলিফ্যান্ট ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস উৎপন্ন করবে এবং তাকে বাজার জাত করে বাজারে বিক্রি করবে।

আরও পড়ুন 👉 Guideline to stay cool: মদ, কোল্ড ড্রিঙ্কস চলবে না! কীভাবে গরমে কুল থাকবেন! কেন্দ্রের ৫ গাইডলাইন

এলিফ্যান্ট হাউজ হল মূলত সিলন কোল্ড স্টোরস পিএলসি কোম্পানির অন্তর্ভুক্ত। এই কোম্পানির অন্তর্ভুক্ত বিভিন্ন বিখ্যাত যেমন জিনজার বিয়ার, ক্রিম সোডা ইত্যাদি ব্যান্ড গুলির মধ্যে এলিফ্যান্ট হাউস অন্যতম। বলাই বাহুল্য এই চুক্তি (Reliance Elephant Deal) রিলায়েন্সের আধিপত্য আরও জোরদার করে তুলতে সাহায্য করবে ভারতবর্ষে ও তার বাইরের দেশ গুলিতে।

একসময় কোল্ড ড্রিঙ্কসের বাজার কাঁপিয়ে দিয়েছিল কাম্পা কোলা। 2022 সালে রিলায়েন্স রিটেল সেই কাম্পা কোম্পানিকে অধিগ্রহণ করে আর ২০২৩ সাল থেকে তাকে বাজারে বিক্রি করতে শুরু করে। কিন্তু ‘কাম্পা’ তার পুরনো বাজার এখনও ফেরত পায়নি। তবে বিশেষজ্ঞমহলের ধারনা যে, কাম্পার দ্বারা তার পুরোনো বাজার ফেরত পাওয়া খুবই কঠিন হবে। তারই মধ্যে ২০২৪ এ আবারো নতুন একটি ব্র্যান্ডের সাথে চুক্তি (Reliance Elephant Deal) করল রিলায়েন্স রিটেল। এই ডিলটির মাধ্যমে সফ্ট ড্রিঙ্কসের জগতে আরো বড় আকারে খাতা খুলতে চলেছে রিলায়েন্স রিটেল।