টেট পরীক্ষা তো হল, রেজাল্ট কবে, জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

নিজস্ব প্রতিবেদন : প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা পাঁচ বছর ধরে অপেক্ষা করার পর রবিবার টেট পরীক্ষা দিতে সক্ষম হলেন। রবিবার টেট পরীক্ষায় ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিতে সক্ষম হয়েছেন। ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীরাও এবার পরীক্ষা দিয়েছেন।

পরীক্ষার দিন বেশ কিছু জেলায় যানজট নিয়ে সমস্যা দেখা যায় এমনকি পরীক্ষায় বসতেও অনেকে পারেননি। সবচেয়ে বেশি যানজটের সমস্যা দেখা দিয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। বহু পরীক্ষার্থী এই যানজটের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। একসঙ্গে এত সংখ্যক পরীক্ষায় রাজ্য জুড়েই বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা দেখা যায়। তবে পরীক্ষা এবং পরীক্ষার আয়োজন সন্তোষজনক বলেই দাবি করেছেন চাকরি প্রার্থীরা।

প্রশাসনিক সুবন্দোবস্তর পরিপ্রেক্ষিতে ঠিকঠাক পরীক্ষা হলেও এখন প্রশ্ন হল পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে? কারণ এর আগেও টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে এবার যে এই সকল সমস্যার সম্মুখীন হতে হবে না তা সম্পর্কে অনেকটাই আশা করা হচ্ছে পর্ষদ সভাপতি মন্তব্যে।

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷’ এর পাশাপাশি তিনি দাবি করেছেন, ‘আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম৷’ সাম্প্রতিককালে যখন শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে ইডি, সিবিআইয়ের মত তদন্তকারী সংস্থা সেই সময় পর্ষদের কাছে চ্যালেঞ্জ ছিল নিজেদের ভাবমূর্তিকে ফেরানো।

ভাবমূর্তি ফেরানোর যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ নিয়েই শিক্ষা দপ্তর এবার টেট পরীক্ষার আয়োজন করে। টেট পরীক্ষার আয়োজনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, “দফতর সম্পর্কে অন্যরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আশা করি এই পরীক্ষা একটা বার্তা দেবে।”