অর্পিতার কন্ঠে লঞ্চ হলো ‘গেন্দা ফুল’ গানের ‘বেটা লো’ ভার্সন

SHARMISTHA CHATTERJEE

Updated on:

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল ‘বড়ো লোকের বেটি লো’ গানটি। তা নিয়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল। বীরভূমের মত প্রত্যন্ত এলাকার সিউড়ির বাসিন্দা রতন কাহারের গেন্দা ফুল গানটিকে রিমেক করে তৈরি করেছিলেন ‌র‍্যাপার বাদশা। মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে ছিল গানটি। এখনও পর্যন্ত গানটি সাড়ে চার কোটির ভিউ করেছে। গান নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যেহেতু রতন কাহারের কোনো ক্রেডিট ছিলনা কোথাও। প্রতিবাদে শামিল হয়েছিল দর্শকদেরও একাংশ।

এবার ফের সেই গেন্দা ফুল গানের ট্রেন্ডে ভাসলো সোশ্যাল মিডিয়া। তবে এবার প্লে ব্যাক সিঙ্গার অর্পিতা চক্রবর্তীর গলায়। গায়িকা হিসেবে অর্পিতা চক্রবর্তীর যথেষ্ট খ্যাতি রয়েছে। সারেগামাপা খ্যাত এবং এর আগে বহু সিনেমাতেও তাঁর গলা শোনা গিয়েছে। এবার গেন্দা ফুল গানে তিনি স্টেজ মাতিয়ে তুললেন।

একেবারে ভিন্ন গানের ভাষাতে তিনি গানটি গেয়েছেন। এখানে আর ‘বড়োলোকের বেটি’ নেই তার জায়গায় এসেছে ‘বড়োলোকের বেটা।’ গানের নতুন রূপ দিয়ে রীতিমতো মঞ্চ মাতাচ্ছেন অর্পিতা চক্রবর্তী। তাঁর গানে মজেছে নেটদুনিয়া।

প্রধানত লোকশিল্পী হিসেবেই খ্যাত অর্পিতা চক্রবর্তী গানটিতে আলাদা মাত্রা যোগ করেছে। লোকগানের সুরে গ্রাম্য ভাষার ছোঁয়ায় এযেন অন্যরকম এক অনুভূতি তৈরি হবে গানটি শোনার পর। গানের ভাষা তার সাথে সুর যে বেশ মন কাড়বে শ্রোতাদের তা বোঝাই যায়। লোকগানের সুরে পুরো গানটি তৈরি হয়েছে। তার সাথে রয়েছে ভালোবাসার কথা।সবমিলিয়ে যথেষ্ট নতুনত্ব রয়েছে গানটিতে।

বাদশার গানের পর অর্পিতা চক্রবর্তীর গলায় গাওয়া ‘গেন্দা ফুল’ যে বেশ সাড়া ফেলবে তা আগেই টের পাওয়া যাচ্ছে। এমনিতেই অর্পিতা চক্রবর্তী বেশ জনপ্রিয় ভক্তদের কাছে এবার তাঁর গলায় এই গান দর্শক যথেষ্ট উচ্ছসিত এই গানের এমন নতুনরূপ নিয়ে।