General Knowledge: কোন রাজার নামানুসারে ভারতের নামকরণ? ৯০% মানুষ জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

This country is named after the king of the country: বর্তমান যুগ অনেকটাই উন্নত, মানুষ এখন বই পড়ার থেকেও সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে বেশি পছন্দ করেন। সাধারণ জ্ঞানের প্রশ্নের প্রতি মানুষের আগ্রহ আজ অনেকটাই কমে গেছে। কিন্তু এর গুরুত্ব মানবজীবনে অনেকটাই। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষাতে বসতে হবে। এই ধরনের পরীক্ষাতে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্ন ধরা হয়। আপনি লিখিত পরীক্ষা দিন কিংবা মৌখিক ইন্টারভিউররা আপনার জেনারেল নলেজের (General Knowledge) জ্ঞানের উপরে অবশ্যই নজর রাখবেন।

Advertisements

আসলে কি এই সাধারণ জ্ঞান (General Knowledge) ? কি থাকে এর প্রশ্নগুলোতে? বিভিন্ন দেশের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন। এছাড়াও থাকে দেশ-বিদেশের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। আপনি যদি এই ধরনের প্রশ্ন ঠিকভাবে না পড়ে যান তাহলে হাতের নাগালে আসা সরকারি চাকরিটা হয়তো ফস্কে যেতে পারে। গল্পের ছলে কখনো এই ধরনের প্রশ্ন পড়ে দেখবেন, আপনার মজা লাগবে এবং মনেও থাকবে ভালোভাবে। আজকাল ইন্টারনেটের সহায়তায় বহু অজানা তথ্য জানা যায়।

Advertisements

তাই সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্ন যদি আপনি না করেন লোকসান কিন্তু আপনারই হবে। বহু অজানা তথ্য আপনার জানা হবে না। নিজের জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করতে অবশ্যই এই ধরনের প্রশ্ন পড়া উচিত। যেমন জেনারেল নলেজ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে আপনি জানতে পারবেন কোন রাজার নাম অনুসারে এদেশের নামকরণ করা হয়েছে। আসুন জেনে নিই এমনই কিছু মজাদার প্রশ্ন।

Advertisements

১. প্রশ্নঃ সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে?
উত্তরঃ ফিনল্যান্ডকে (Finland)।
২. প্রশ্নঃ প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ দেবিকা রাণী (Devika Rani)।
৩. প্রশ্নঃ ভারতের কোন শহরকে মুক্তার শহর বলা হয়?
উত্তরঃ তুতিকোরিনকে।
৪. প্রশ্নঃ ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ পশ্চিমবঙ্গের রিষড়ায় (Rishadha)।
৫. প্রশ্নঃ কোন ইংরেজ পদার্থবিদ এবং গণিতবিদ গ্যালিলিওর (Galileo) মৃত্যুতে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ আইজ্যাক নিউটন।
৬. প্রশ্নঃ গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ব্রহ্মপুত্র।
৭. প্রশ্নঃ মাতঙ্গিনী হাজরা (Matangini Hazra) ভারতছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন কোথা থেকে?
উত্তরঃ পূর্ব মেদিনীপুরের তমলুক।
৮. প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি?
উত্তরঃ প্রক্সিমা সেন্টরাই (Proxima Centrai)।
৯. প্রশ্নঃ বার্ড ফ্লু ভাইরাসের নাম কি?
উত্তরঃ H5N1

    ১০. প্রশ্নঃ নেপালের সাথে ভারতের কয়টি রাজ্য সীমানা সংযোগ রয়েছে?
    উত্তরঃ ৪টি।
    ১১. প্রশ্নঃ আদমশুমারি ২০২১ সালে ভারতের জনগণনা করা হয় নি কেন?
    উত্তরঃ কারণ, ভারত সহ গোটা বিশ্ব করোনা মহামারীতে জর্জরিত হয়েছিল।
    ১২. প্রশ্নঃ বায়ু-দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
    উত্তরঃ উইন্ড ভেন।
    ১৩. প্রশ্নঃ ভারতীয় ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম ভারতীয় কে ছিলেন?
    উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর (Satyendranath Tagore)।
    ১৪. প্রশ্নঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে রেডিও স্টেশনের নাম কি?
    উত্তরঃ আজাদ হিন্দ রেডিও (Azad Hind Radio)।
    ১৫. প্রশ্নঃ ‘ভারত’ দেশটির নামকরণ হয়েছে কোন রাজার নাম অনুসারে?
    উত্তরঃ হিন্দু পুরান মতে, সগর বংশের রাজা ভরত (Bharat) রাজার নাম অনুসারে ‘ভারত’ দেশটির নামকরণ হয়।

    Advertisements