পেঁয়াজ ফলাতে জার্মান থেকে ভারত এলেন যুবতী, হৃদয়ে বসলেন ভারতীয়দের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে দেখা যায়। আপলোড হওয়া এই সকল ভিডিওগুলির মধ্যে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ার কারণে ভাইরাল হয়। ভাইরাল হওয়া এই সকল ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিও রয়েছে নাগরিকদের প্রতিভার, বেশ কিছু ভিডিও রয়েছে পশু পাখিদের, আবার বেশ কিছু ভিডিও রয়েছে রিল ভিডিও। ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যার রিল ভিডিও হয়ে আলাদা ভাবে নজর কেড়েছে।

Advertisements

ইনস্টাগ্রামে আপলোড হওয়া এই রিল ভিডিওটি আলাদাভাবে নজর কাড়ার পিছনে রয়েছেন এক জার্মান যুবতী। ওই যুবতী ভারতের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি জার্মান থেকে ভারতে এসে রীতিমত মাঠে পেঁয়াজ ফেলতে শুরু করেছেন। স্বাভাবিকভাবেই ওই জার্মান যুবতীর এমন কর্মকান্ড নজর কেড়েছে ভারতীয়দের।

Advertisements

আসলে ওই জার্মান মহিলার এক ভারতীয়র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পরিপ্রেক্ষিতে একজন ভারতীয়র সঙ্গে জীবনযাপন এবং ভারতে আনাগোনার পরিপ্রেক্ষিতে অনর্গল হিন্দি ভাষায় কথাও বলতে শিখে ফেলেছেন ওই জার্মান যুবতী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল একেবারে এথনিক পোশাকে তিনি মাঠে পেঁয়াজ চাষের কাজে হাত লাগিয়েছেন।

Advertisements

একেবারে একজন ভারতীয় বিবাহিত মহিলার মত কপালে সিঁদুর মেখে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে মাঠে পেঁয়াজ চাষ করতে নেমেছেন। সেই সময় তার এই ভিডিওটি রেকর্ডিং করেছিলেন তারই স্বামী। তাতেই দেখা যায় ওই জার্মান যুবতীর এমন অনর্গল হিন্দি এবং তার কর্মকাণ্ড। এরপরেই ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

জার্মান ওই মহিলার নাম সম্পর্কে জানা গিয়েছে জুলি। ভারতীয় অর্জুন শর্মাকে তিনি বিয়ে করেছেন। দুজনে বিবাহবন্ধনে বাঁধেন বছর দুয়েক আগে। তবে এই প্রথম নয় এর আগেও ওই মহিলাকে ভারতীয় বিভিন্ন কাজে একজন ভারতীয় মহিলার মতই হাত লাগাতে দেখা গিয়েছে।

Advertisements