নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা হল Jio-র। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা যেভাবে গ্রাহকদের দিন দিন নতুন নতুন অফার থেকে শুরু করে প্রযুক্তির উপহার দেওয়া হচ্ছে তাতে গ্রাহকরা তাদের নেটওয়ার্কের ছুটে আসছেন। খুব অল্প সময়ের মধ্যে টেলিকম ব্যবসায় নেমে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা আজ দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থায় পরিণত হয়েছে।
জিও গ্রাহকদের অনেকেই রয়েছেন যারা প্রতিদিনের ডেটা কোটা অনায়াসে শেষ করে ফেলেন। দৈনিক কোটা শেষ হয়ে যাওয়ার পর তাদের ইন্টারনেট চালানোর জন্য বাড়তি ডেটা রিচার্জ করতে হয়। বাড়তি ডেটা রিচার্জ করার জন্য যে সকল প্ল্যান রয়েছে সেগুলি হল ১৫ টাকা, ১৯ টাকা, ২৫ টাকা, ৬১ টাকা ইত্যাদি। হিসাব করলে দেখা যাবে এই সকল অ্যাড অন রিচার্জ প্ল্যান রিচার্জ করতে গিয়ে মাসের শেষে অনেক টাকায় খসে যায়। কিন্তু আজ আমরা একটি নিনজা টেকনিকের কথা জানাবো, যেটি করলে এক টাকা খরচ না করেও মিলতে পারে বিনামূল্যে অ্যাড অন ডেটা।
অ্যাড অন ডেটা ছাড়াও বিভিন্ন ধরনের শপিং কুপন থেকে শুরু করে নানান অফার পাবেন জিও গ্রাহকরা। এর জন্য বড় কিছু কাজ করতে হবে না, ছোট্ট কাজ করলেই হবে। আবার সেই ছোট্ট কাজের মধ্যে আপনার বিনোদনও হবে। এর জন্য আপনাকে প্রথমেই নিজের ফোনে ইন্সটল করে নিতে হবে Myjio অ্যাপ। সেই অ্যাপের মধ্যে আপনার জিও নম্বর রেজিস্টার্ড করতে হবে।
আরও পড়ুন ? Jio গ্রাহকদের মাথায় হাত! ভাবতেই পারবেন না, চুপিসারে বন্ধ করে দিল এই বিশেষ সুবিধা!
এবার মাইজিও অ্যাপের মধ্যে ঢুকলে প্রথমেই দেখা যাবে Play&Win নামে একটি ক্যাটাগরি রয়েছে। যেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং পরবর্তী পর্যায়ে পৌঁছে যেতে হবে। এখানে ক্লিক করার পরই দেখা যাবে টাম্বোলা, স্পিন অ্যান্ড উইন সহ বিভিন্ন ধরনের গেম রয়েছে। এই সকল গেম খেলতে হবে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নেওয়া যাবে। পুরস্কারের মধ্যে রয়েছে ফ্রী ডেটা থেকে শুরু করে বিভিন্ন শপিংয়ের কুপন।
মাইজিও অ্যাপে সম্প্রতি এইরকম বিভিন্ন গেম খেলে ৬ জিবি পর্যন্ত ডেটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও টাম্বোলা গেম খেলে প্রতিদিন ডেটা জিততে পারেন গ্রাহকরা। এই ভাবে গ্রাহকরা টাইম পাস করার পাশাপাশি পুরস্কার এবং ডেটা জেতার সুযোগ পাচ্ছেন। আপাতত অন্য কোন টেলিকম সংস্থা গ্রাহকদের এইরকম কোন সুযোগ দিচ্ছে না।