Free Dish Connection: টাকা দিয়ে টিভি দেখার দিন শেষ! এবার এইভাবে ফ্রিতে পেয়ে যান FREE DISH কানেকশন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get a Free Dish connection at home in this way: টিভির জন্য কেবল কানেকশনের দিন শেষ হয়ে গেছে অনেকদিন হলো। এখন টিভি চালাতে গেলে ডিস কানেকশন লাগানো বাধ্যতামূলক। এই ডিস কানেকশন প্রতিমাসে রিচার্জ করতে হয়। প্রতি মাসে নির্দিষ্ট দিনে রিচার্জ না করলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে টিভির কানেকশন। এই বিষয়টি অনেকের কাছে বেশ চিন্তার এবং একই সাথে বিরক্তিরও বটে। এই সমস্যা সমাধানে সরকার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। এখন থেকে রিচার্জ না করেই ফ্রিতে ডিস কানেকশন (Free Dish Connection) ব্যবহার করতে পারবে গ্রাহকরা। এই পরিষেবাটি খুব সহজে নিজেই বাড়িতে ইন্সটল করে নিতে পারবেন এবং পরিষেবার সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন সকলে।

Advertisements

ফ্রী ডিস কানেকশনের (Free Dish Connection) একটি বিকল্প দেওয়া হচ্ছে ডিডি। প্রায় ১০ বছর ধরে এই পরিষেবা চালু রয়েছে। ২০০৪ সালে এই পরিষেবাটি চালু করা হয়। পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী এই পরিষেবাটি সরবরাহ করে থাকে। এই পরিষেবাটি গ্রহণ করলে আপনাকে নতুন একটি ফ্রি টু এয়ার ডিরেক্ট টু হোম দেওয়া হবে। পরিষেবাটির আওতায় থাকাকালীন প্রতিমাসে আপনার ডিস কানেকশন রিচার্জ করার প্রয়োজন পড়বে না।

Advertisements

এই পরিষেবাটির ইনস্টলেশন পদ্ধতিও খুব সহজ। আপনি নিজেই ঘরে এই পরিষেবাটি ইন্সটল করে নিতে পারবেন। এই পরিষেবাটি ব্যবহার করতে চাইলে আপনাকে বিনিয়োগ করতে হবে মাত্র একবার। যখন পরিষেবাটি কে ইন্সটল করা হবে তখন আপনাকে ২০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এই একবারই খরচ হবে পরিষেবাটির পিছনে। এরপর প্রতিমাসে বা বছরে কোনরকম রিচার্জ করার প্রয়োজন পড়বে না পরিষেবাটি ব্যবহার করার জন্য। আপনি সারা বছর বিনামূল্যে টিভি চ্যানেলগুলিকে দেখতে পাবেন। বিনামূল্যে একটি কম্প্যাক্ট সাইজের অ্যান্টেনাও দেয়া হবে। এই পরিষেবাটি (Free Dish Connection) একটি বড় ধরনের ডিটিএইচ প্লাটফ্রম হিসেবে প্রকাশ পেতে চলেছে।

Advertisements

আরও পড়ুন ? Indian vs Chinese Army: সবার সামনে ল্যাজেগোবরে অবস্থা চীনের! লাল ফৌজকে হেলায় হারালো ভারতীয় সেনারা

পরিষেবাটি (Free Dish Connection) সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে, সরাসরি দপ্তরের সাথে যোগাযোগ করা সম্ভব। তার জন্য ২ টি নাম্বার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। নম্বর ২ টি হল ০১১-২৫৮০৬২০০ এবং ১৮০০১১৪৫৫৪। এই দুটি নম্বরের মধ্যে যেকোনো একটিতে কল করলেই ডিটিএইচ পরিষেবার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন যে কোন গ্রাহক। আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সাথে যোগাযোগ করেও এই পরিষেবা গ্রহণ করা সম্ভব। আলাদাভাবে নিজস্ব এলাকায় রিসিভার লাগানো যেতে পারে, তবে সে ক্ষেত্রে আলাদা করে পেমেন্ট করতে হবে গ্রাহককে।

নতুন এই ডিটিএইচ পরিষেবা নিতে গেলে আপনার একটি টিভি থাকা বাধ্যতামূলক। তবে এর জন্য আলাদা কোন অর্থ জমা দিতে হবে না গ্রাহককে। এই পরিষেবাটিকে ব্যবহার করলে নির্দিষ্ট কিছু চ্যানেলই আপনি দেখতে পারবেন। আপনার ইচ্ছে মতো যে কোন চ্যানেল এখানে থাকবে না। তবে আপনি যদি আপনার পছন্দের কোন চ্যানেল যুক্ত করতে চান তাহলে শুধুমাত্র সেই চ্যানেলটির জন্য অর্থ প্রদান করতে হবে আপনাকে। পরিষেবাটিকে (Free Dish Connection) ব্যবহার করার জন্য কোন প্রকার রিচার্জ এর প্রয়োজন পড়বে না আলাদা করে।

Advertisements