Credit Card bills: ক্রেডিট কার্ড রয়েছে, বিল জমা দিন এই ৫ অ্যাপ, হয়ে যান মালামাল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get great cashback on paying credit card bills on 5 apps: ভারত যত উন্নত হচ্ছে তত নতুন নতুন প্রযুক্তির সম্ভার বাড়ছে। মানুষ কম সময়ে বেশি কাজ করার জন্য প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও মানুষ হয়ে পড়েছে প্রযুক্তি নির্ভর। এই দেশে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দিনে দিনে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অভিজ্ঞ ব্যক্তি থেকে শুরু করে আয় করা ব্যক্তি সবাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভরসা করছে ক্রেডিট কার্ডকে। তবে কয়েকটি অ্যাপের মাধ্যমে আপনি প্রতি মাসে ক্রেডিট কার্ডের (Credit Card bills) বিল জমা দেন, তাহলে পাবেন মোটা টাকার ক্যাশব্যাক।

Advertisements

সম্প্রতি একাধিক অ্যাপ ক্রেডিট কার্ডের বিল (Credit Card bills) জমা দেওয়ার ক্ষেত্রে আকর্ষণীয় রিওয়ার্ড এবং ক্যাশব্যাক দিচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের। মাসের হাত খরচ চালানোর ক্ষেত্রে এই ক্যাশব্যাক আপনাকে অনেকটাই সাহায্য করবে। যদি আপনি কোন কারণে আপনার ক্রেডিট কার্ডের বিল দিতে ভুলে যান তাহলে এই অ্যাপগুলো আপনাকে রিমাইন্ডার জানাতে থাকবে।

Advertisements

তাহলে জেনে নিতে হবে কোন অ্যাপগুলো ক্রেডিট কার্ডের বিল দিতে সাহায্য করে এবং আপনি কতটা লাভবান হবেন। ক্রেডিট কার্ডের বিল (Credit Card bills) দেওয়ার ক্ষেত্রে বহু ইউজার পছন্দ করেন এই অ্যাপ। তবে আপনি যদি নিয়মিত প্রতিমাসে আপনার ক্রেডিট কার্ডের বিল জমা দিতে চান তাহলে এই অ্যাপটি আপনার পক্ষে খুবই কার্যকরী। যদি আপনি এখান থেকে ক্রেডিট কার্ডের বিল জমা দেন তাহলে ফোনপে থেকে পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। আপনি যেখান থেকে পেতে পারেন ক্যাশব্যাক বা ভালো রিওয়ার্ড। ফোনপের ইন্টারফেস সত্যি খুব সহজ আর পেমেন্ট করার পদ্ধতিও খুব জটিল নয়।

Advertisements

অন্যদিকে অ্যামাজন পে কিন্তু ক্রেডিট কার্ড এর বিল জমা দেওয়ার (Credit Card bills) ক্ষেত্রে আরও একটি ভালো অ্যাপ। অ্যামাজন পে আপনার সমস্ত রকম তথ্যকে সুরক্ষিত রাখবে। সারা পৃথিবীর প্রচুর মানুষ বিল পেমেন্টের ক্ষেত্রে এই অ্যাপের সাহায্য নিয়ে থাকে। এই প্ল্যাটফর্মেও আপনি বিল মিটিয়ে পাবেন ভালো টাকার ক্যাশব্যাক। বাড়তি সুবিধা হলো এই অ্যাপে শপিং, রিচার্জ, সিনেমার টিকিট ইত্যাদি একাধিক অনলাইন পরিষেবা পাওয়া যায়। এমন অনেক ইউজার আছেন যারা তৎক্ষণাৎ বিল দিয়ে দিতে চান। তার জন্য মোবিকুইক হলো সবথেকে ভালো বিকল্প। যদি মোটা অংকের সুপারক্যাশ পেতে চান তাহলে এই অ্যাপ সত্যি কার্যকরী। আপনি যদি অন্য বিল পেমেন্ট করতে চান তাহলে এই সুপারক্যাশের ৫ শতাংশ ব্যবহার করা যাবে। এই অ্যাপের দ্বারা আপনি UPI এর পাশাপাশি ডেবিট কার্ড দিয়েও টাকা জমা দিতে পারেন।

ক্রেড অ্যাপ সম্পর্কে অনেকে জানলেও এমন অনেক ব্যক্তি আছেন যারা এই অ্যাপটিকে ব্যবহার করেননি। ক্রেড অ্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণ হল এটির গ্রাফিক্স। ক্রেড অ্যাপ কিন্তু শুধু ক্রেডিট কার্ডের বিল দেওয়ার ক্ষেত্রেই নয় অন্যান্য অনেক পেমেন্টের ক্ষেত্রে ভালো রকম ক্যাশব্যাক দেয়। আপনি যাতে ক্রেডিট কার্ডের বিল দিতে ভুলে না যান তার জন্য এই অ্যাপে রিমাইন্ডার সেট করতে পারেন। প্রতি মাসে ১০০০ টাকা কিংবা তার বেশিও রিওয়ার্ড পাওয়া যায়। ক্রেডিট কার্ড বিল জমা দেওয়ার অন্যতম আরেকটি প্ল্যাটফর্ম হলো পেটিম। এখানে আপনি মোটা অংকের ক্যাশব্যাক পেতে পারেন। আপনি ৫ হাজার টাকার বেশি বিল পেমেন্টে পেতে পারেন ১ লাখ ক্যাশব্যাক পয়েন্ট যা আসলে ১০০০ টাকার সমান। আপনি এই অ্যাপে নানা রকম অফার পাবেন যা সত্যিই লাভজনক।

Advertisements