Get Rs 5550 per month to put money in the MIS project of Post Office: ভবিষ্যতের জন্য প্রত্যেকেই অর্থ সঞ্চয় করে থাকেন। তবে আপনি যদি আপনার সঞ্চিত অর্থ FD তে বিনিয়োগ করেন সেক্ষেত্রে এর সুদ পেতে আপনাকে মেয়াদ শেষ হওয়া অব্দি অপেক্ষা করতে হবে। যত বছরের জন্য এফডি করবেন তত বছরই আপনাকে অপেক্ষা করতে হবে টাকাটি হাতে পাওয়ার জন্য। কয়েক বছর বাদে সঞ্চিত অর্থ হাতে পাওয়ার থেকে প্রত্যেক মাসে যদি পাওয়া যায় তাহলে কেমন হয়? এই ধরনের স্কিমে টাকা রাখলে আপনি প্রত্যেক মাসে হাতে কিছু টাকা পাবেন। এই ধরনের একটি উল্লেখযোগ্য স্কিম হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office MIS)।
পোস্ট অফিসের এই স্কিমে (Post Office MIS) কোনরকম ঝুঁকি নেই আপনি নিশ্চিন্তে এতে বিনিয়োগ করতে পারবেন। যদি আপনি প্রত্যেক মাসে আয় করতে চান তাহলে এই স্কিমটি আপনার জন্য একেবারে আদর্শ। পোস্ট অফিস MIS-এ একবার টাকা জমা দিলেই আগামী পাঁচ বছর আপনি নিশ্চিন্তে প্রত্যেক মাসে কিছু টাকা আয় করতে পারবেন। বর্তমানে এই স্কিমে সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ।
কত টাকা বিনিয়োগ করা যাবে এই স্কিমে আসুন আজকের প্রতিবেদনে সেটাও জেনে নিই। পোস্ট অফিসের এই স্কিমে (Post Office MIS) সিঙ্গেল অ্যাকাউন্টে ৯ লাখ টাকা ও যৌথ অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। এই স্কিমে আপনি বিনিয়োগের মূল পরিমাণ ৫ বছরের মেয়াদপূর্তির পরে ফেরত পেয়ে যাবেন। মেয়াদ পূর্তির পর যদি আপনি আরো পাঁচ বছর বৃদ্ধি করতে চান সেটাও সম্ভব। প্রতি ৫ বছর পর মূল পরিমাণ নেওয়া বা স্কিম বাড়ানোর অপশনও দেওয়া যেতে পারে। আরো একটি দুর্দান্ত ব্যাপার হল এই স্কিম থেকে প্রাপ্ত সুদ গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে জমা হতে থাকে।
আরও পড়ুন ? Central Government Employees: ৪% DA অতীত! এবার আরও এক খাতে হুট করে ৫০% ভাতা বাড়িয়ে দিল কেন্দ্র
ধরুন আপনি যদি পোস্ট অফিস এমআইএস-এ (Post Office MIS) একটি সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেন সে ক্ষেত্রে আপনাকে নিয়ম অনুযায়ী সর্বাধিক ৯ লাখ টাকা জমা করতে হবে এবং এর ওপর আপনি বার্ষিক সুদ পাবেন ৭.৪ শতাংশ। আপনি চোখ বন্ধ করে প্রত্যেক মাসে আয় করতে পারবেন ৫,৫৫০ টাকা। অর্থাৎ এক বছরে আপনি আয় করবেন ৬৬,৬০০ টাকা। আপনি পাঁচ বছরের সুদ থেকে আয় করতে পারবেন ৩.৩৩ লাখ টাকা।
পোস্ট অফিসের এই স্কিম আপনি শুরু করতে পারবেন হাজার টাকা বিনিয়োগ করে। পরবর্তীতে ১০০০ টাকার গুণে এটি বিনিয়োগ করা যেতে পারে। ভবিষ্যতে একটি নির্দিষ্ট আয় লাভ করতে গেলে এটি আপনার পক্ষে একেবারেই উপযুক্ত। ইন্ডিয়া পোস্ট অনুসারে, MIS-এ প্রতি মাসে সুদ দেওয়া হয়। যে কোনও ভারতীয় নাগরিক পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।