South Bengal Offbeat Destination: ট্রেনের টিকিটের অভাবে উত্তরবঙ্গ যাওয়া হচ্ছে না! বড়দিন কাটান দক্ষিণবঙ্গের এই ৩ জায়গায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get the fun of North Bengal in these Offbeat Destinations of South Bengal: শীতের ছুটি আসলেই মনটা ঘোরার জন্য পাগল হয়ে ওঠে। কিন্তু সমস্যা হলো এই শীতে বেনারস কিংবা নিউ জলপাইগুড়ি, কোথাও ট্রেনের কনফার্ম পাওয়া যাচ্ছে না। বছরের শেষে ছুটি কাটাতে গেলে এখন উপায় কি? ডিসেম্বর মাসের শেষে ঘরে বসে ছুটি কাটাতে কেউ চায়না। ঘরের কাছে অল্প কিছুদিনের জন্য যেতে পারেন, খরচও হবে অনেক কম। আপনি চাইলে উত্তরবঙ্গ না গিয়ে, দক্ষিণে (South Bengal Offbeat Destination) বসেই কাটাতে পারেন ক্রিসমাস ও নতুন বছর।

Advertisements

অনেকেই অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারেনা। ঠাণ্ডায় তাদের খুবই কষ্ট হয়। তাই এমন বহু মানুষ আছেন যাদের শীত খুব বেশি সহ্য হয় না, তাদের কিন্তু পাহাড় এড়িয়ে চলাই ভালো। তাহলে কোথায় যাবেন এই শীতে? দক্ষিণবঙ্গের (South Bengal Offbeat Destination) কিছু পর্যটক এই কেন্দ্রগুলোকে বেছে নিয়েছেন তাদের উইকএন্ড ডেস্টিনেশন হিসেবে। চলুন দেরি না করে জেনে নিই বিস্তারিতভাবে।

Advertisements

যদি আপনার পছন্দের তালিকায় মন্দারমণি, দিঘা না থাকে তাহলে যেতে পারেন বাংলার ‘ভার্জিন বিচ’ বাঁকিপুট (South Bengal Offbeat Destination)। এটি অবস্থিত পূর্ব মেদিনীপুরে, বাঁকিপুটে সেভাবে পর্যটকরা ভিড় জমায় না। আপনি চাইলে পরিবারকে নিয়ে কিংবা বন্ধু-বান্ধবদের সাথে ক্রিসমাসের ছুটি এখানে কাটাতে পারবেন। শান্ত সমুদ্র সৈকত এবং ঝাউবন আপনাকে আকৃষ্ট করবে বারবার। বাঁকিপুটের সমুদ্র সৈকতে বসে দেখতে পারেন লাল কাঁকড়ার ভিড়। চাইলে জোয়ারের সময় এখানে স্নান করতেও পারবেন। আবার ভাঁটা পড়লে চারদিক কাদাবালিতে ভর্তি। মোহনার খুব কাছেই কিন্তু বাঁকিপুট। কাছেই রয়েছে জনপুট নামের আরও একটি সমুদ্র সৈকত। এছাড়াও এখান থেকে ঘুরতে যেতে পারেন দরিয়াপুরের বাতিঘর, কপালকুন্ডলা মন্দির ও পেটুয়াঘাটের মৎস্যবন্দর।

Advertisements

আরও পড়ুন ? আর খরচ হবে না কাঁড়ি কাঁড়ি টাকা! জলের দরে উত্তরবঙ্গ ঘোরাবে NBSTC

এই শীতের ছুটিতে পর্যটকদের অন্যতম পছন্দ হলো সুন্দরবন। যদি কোনো কারণে সুন্দরবন যেতে না চান যেতে পারেন আগরহাটি (South Bengal Offbeat Destination)। নতুন এই পর্যটনকেন্দ্র কিন্তু ক্যানিংয়ের খুব কাছেই অবস্থিত। বিদ্যাধরী, ইছামতি নদীর পাড়ে বসে শীতের আমেজ উপভোগ করতে পারেন আগরহাটিতে। এই জায়গায় ঘুরতে আসলে রিসোর্টের সুবিধা পাবেন এবং চাইলে মাছ ধরতে পারবেন নদীতে। যাঁরা লং ড্রাইভে পছন্দ করেন তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন আগরহাটির উদ্দেশে। কলকাতা থেকে ৬৫ কিলোমিটারের রাস্তা, সময় লাগবে ঘণ্টা দেড়েক।

আপনি কি কখনো পুরুলিয়া গিয়েছেন কিংবা দুয়ারসিনিতে? লোয়ার ড্যাম থেকে বরন্তি সব জায়গায় কিন্তু বাঙালি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। দুয়ারসিনি কিন্তু পুরুলিয়ার একটি অফবিট ডেস্টিনেশন। এখানে গেলে আপনি দেখতে পাবেন ছোট ছোট পাহাড় আর শাল-শিমুল-পিয়ালের বন। এছাড়াও আছে দুয়ারসিনির ভিউ পয়েন্টে সবুজে ঘেরা পুরুলিয়ার মনোরম দৃশ্য যা শীতকালে এসে আপনি সহজেই উপভোগ করতে পারবেন। দুয়ারসিনি থেকে হাতিবাড়ি, হাড়গাড়া জঙ্গল, টটকো জলাধার, রাইকা পাহাড় খুব কাছেই অবস্থিত। সেখানেও ঘুরে নিতে পারেন এই পুরুলিয়া ট্রিপে।

Advertisements