Electric Cycles: বৈদ্যুতিক সাইকেল কিনবেন, এগুলি পেয়ে যাবেন একেবারে অবিশ্বাস্য দামে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Electric Cycles: বর্তমানে বেশিরভাগ মানুষ বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহী। সারা বিশ্ব জুড়ে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। যাতায়াতের অন্যতম মাধ্যম হলো ইলেকট্রিক সাইকেল। এর চাহিদা বাড়ার সাথে সাথে দুর্দান্ত এক অফার আনা হয়েছে যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ক্রেতাদের মধ্যে। ইলেকট্রিক সাইকেল কিনতে পারবেন মাত্র ১ টাকায়। আজকের প্রতিবেদনে এই ইলেকট্রিক সাইকেল এর সুবিধাগুলো আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন।

Advertisements

ইলেকট্রিক সাইকেল আসলে পরিবেশবান্ধব এবং ব্যবহারকারী বান্ধব একপ্রকার সাইকেল। অল্প সময়ের মধ্যে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও এর বিবিধ রকম সুবিধা রয়েছে। সাইকেল চালানোর শরীরের পক্ষে খুবই উপকারী তাই ইলেকট্রিক সাইকেল যদি অল্প দামে পেয়ে যান তাহলে তো কথাই নেই। শহরের ট্রাফিকের ঝামেলা খুব সহজেই আপনি এড়িয়ে যেতে পারবেন কাছে একটি ইলেকট্রিক সাইকেল (Electric Cycles) থাকলে। পাশাপাশি আপনি যদি পরিবেশ সম্পর্কে সচেতন হন তাহলে ইলেকট্রিক সাইকেল আপনার জন্য একেবারে উপযুক্ত। এতে কোন রকম পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা নেই। অর্থ সঞ্চয় করতে চাইলে ইলেকট্রিক সাইকেল আপনার একেবারে প্রথম পছন্দ হওয়া উচিত।

Advertisements

বাজারে বিভিন্ন জনপ্রিয় কোম্পানির ইলেকট্রিক সাইকেল পাওয়া যাচ্ছে। গ্রাহকদের মধ্যে যার চাহিদা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখযোগ্য কয়েকটি নামিদামি ব্রান্ডের নাম উল্লেখ করা হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে। Moto Volt, Hero Cycle, Giant Cycle এই তিনটি ব্র্যান্ডি মার্কেটে খুব জনপ্রিয় এবং খুবই বিশ্বস্ত ব্র্যান্ড। একবার চার্জ দিলেই এই ধরনের সাইকেলগুলো ৬৫ থেকে ১০৫ কিলোমিটার যেতে পারে। এদের সর্বোচ্চ স্পিড হলো ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। মার্কেটের জনপ্রিয় ইলেকট্রিক সাইকেল গুলো আপনারা পেয়ে যাবেন ২৯ হাজার থেকে ৩৮ হাজার এর মধ্যেই।

Advertisements

আরও পড়ুন : Hero E-Scooter: অভাবনীয় মাইলেজ, অভূতপূর্ব ডিসকাউন্ট মিলছে Hero-এর এই নতুন ই-স্কুটারে

সাইকেলগুলোর (Electric Cycles) কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন, চোখ বন্ধ করে আপনারা এই বিশ্বস্ত এবং নামিদামি ব্রান্ডের সাইকেলগুলোর উপর ভরসা করতে পারবেন। এগুলোতে তিন বছরের ওয়ারেন্টি থাকে। খুব দ্রুত চার্জ হয় এবং যেখানে খুশি কাজ করা যায়। সাইকেলের গতি এবং ব্যাটারি অবস্থা দেখানোর জন্য এলসিডি ডিসপ্লে পর্যন্ত থাকে।

যেকোন শোরুমে গেলে একেবারে শূন্য ডাউন পেমেন্ট করলেই আপনি হাতে পেয়ে যাচ্ছেন ঝা চকচকে নতুন ইলেকট্রিক সাইকেল। যদি ক্রেতার সিভিল স্কোর খুব ভালো থাকে তাহলে শূন্য ডাউন পেমেন্টের মাধ্যমে কিংবা ১ টাকা পেমেন্ট (Electric Cycles) করেই নেওয়া যাবে এই ইলেকট্রিক সাইকেল। ফাইন্যান্স নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সিভিল স্কোর ভালো রাখতে হবে। যারা এই অফারটি নিতে চান তারা দেরি না করে ঝটপট নিয়ে ফেলুন এক টাকায় সাইকেল।

Advertisements