চিরুনির মত মুখ, দীঘায় উঠল ৫৫০ কেজির বিরল মাছ, দাম অবাক করা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দামি দামি মাছ মৎস্যজীবীদের জালে ওঠার ক্ষেত্রে বরাবর নাম রয়েছে দিঘার। এখানকার সমুদ্রে যে সকল মৎস্যজীবীরা ট্রলার নিয়ে যান তাদের জালেই এই ধরনের মাছ ওঠে। তেলিয়া ভোলা সহ বিভিন্ন নামিদামি মাছ উঠতে দেখা যায়। সেই সকল মাছ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। ঠিক সেই রকমই এবার দীঘায় একেবারে ৫৫০ কেজি ওজনের একটি বিরল মাছ উঠল মৎস্যজীবীদের জালে।

Advertisements

ওড়িশার পারাদ্বীপের একটি ট্রলারে এই মাছটি ধরা পড়ে। পরে মাছটিকে নিয়ে আসা হয় দীঘার মোহনার মাছের আরতে। মাছটির মুখ বিশাল একটি চিরুনির মতো। স্থানীয় বাসিন্দারা এই মাছটির নাম চিরুনি ফাল বলে দাবি করেছেন। আপাতত এই মাছটিকে দীঘার জিকেডি আরতে রাখা হয়েছে। আশা করা হচ্ছে বিপুল দামে মাছটিকে বিক্রি করা সম্ভব হবে।

Advertisements

মৎস্যজীবীদের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার সকালবেলায় সমুদ্রে এই মাছটি ধরা পড়ে এবং তার ওজন হবে ৫০০ থেকে ৫৫০ কেজি। বিরল প্রজাতির হলেও মাঝ সমুদ্রে সাধারণত এই ধরনের মাছের দেখা মেলে। মৎস্যজীবীদের তরফ থেকে দাবি করা হয়েছে এই মাছটির পাখনা হল খুবই গুরুত্বপূর্ণ এবং তা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়।

Advertisements

মৎস্য ব্যবসায়ী অরূপ কুমার বল দাবি করেছেন, বঙ্গোপসাগরে এই ধরনের মাছ পাওয়া যায় তবে সব সময় নয়। খুব কম সময়ে এই ধরনের মাছ মৎস্যজীবীদের জালে ওঠে। যে কারণে এই মাছটিকে বিরল মাছ হিসাবেই ধরা হয়ে থাকে। এর পাখনা থেকেই জীবন দায়ী ওষুধ তৈরি হয়।

তবে জিকেডি আরতে রাখা এই মাছটির কত দাম পাওয়া যাবে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু নিশ্চয়তা পাওয়া যায়নি। মৎস্যজীবীদের তরফ থেকে বরাবরই এই ধরনের বিরল মাছের দাম নিয়ে প্রত্যাশা থাকে। তবে এই মাছ কত দামে বিক্রি হবে তা পরবর্তী সময়ের দিকেই তাকিয়ে জানা যাবে।

Advertisements