দিঘায় জালে ৫০০ কেজির চিল শঙ্কর, অনেক কষ্টে হল বিক্রি, দামও উঠল নগণ্য

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী জায়গায় অথবা নদনদী থেকে উঠছে বিশালাকৃতির মাছ। বর্ষার মরশুম শেষ হয়ে গেলে সাধারণত মৎস্যজীবীদের জালে সেই ভাবে এত বড় বড় মাছ উঠতে দেখা যায় না। তবে এই বছর এই বিশালাকৃতির মাছ ওঠার ধারাবাহিকতা বজায় রয়েছে। বিশাল বিশাল মাছ মৎস্যজীবীদের জালে ওঠার ক্ষেত্রে সবার প্রথম রয়েছে দিঘা। সেখানে তেলিয়া ভোলা, চিরুনি মাছ ইত্যাদির পর এবার জালে উঠলো চিল শঙ্কর।

Advertisements

শুক্রবার বিশালাকৃতির এই চিল শঙ্কর মাছটি ওঠে কৈলাস বর নামে এক মৎস্যজীবীর ট্ৰলারে। যে ট্রলারে এই মাছটি উঠেছে সেই ট্রলারটির নাম হলো মা দুর্গা ট্রলার। এই মাছটি ধরার পর তা দীঘায় আনা হয় মাছের আড়তে। বিশালাকৃতির এই মাছটি দেখতে রীতিমত ভিড় জমে সাধারণ মানুষদের এবং ছবি তোলায় হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisements

বিশালাকৃতির ওই চিল শঙ্কর মাছটির ওজন ৫০০ কেজি বলে জানা গিয়েছে মৎস্যজীবীদের থেকে। ৫০০ কেজি ওজনের ওই মাছটি দিঘার এসএসবি আরতে আনা হয় এবং সেখানে নিলাম করা হয়। তবে এত বড় মাছ বিক্রির ক্ষেত্রে হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের বলে জানা যাচ্ছে। অনেক দামদরের পর কলকাতার একটি সংস্থা এই মাছটি কিনে নেয়।

Advertisements

সাধারণত বিশালাকৃতির এই সকল মাছ মৎস্যজীবীদের জালে ওঠার পর তা বিক্রি করার সময় দেখা যায় লক্ষ লক্ষ টাকা নিলামে ওঠে। এই নিয়েই সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিন্তু এই মাছটি বিক্রি করে পাওয়া যায় মাত্র ২০ হাজার টাকা। তাও আবার অনেক দরদামের পর। হিসাব কষলে দেখা যাবে মাত্র ৪০ টাকা কিলো দরে পাঁচটি বিক্রি হয়েছে।

গৌরাঙ্গ গাঙ্গুলী জানিয়েছেন, ৫০০ কেজি ওজনের এই চিল শঙ্কর মাছটি কৈলাস বরের মা দুর্গা ট্রলারে ওঠে এবং তা এসএসবি কাঁটায় বিক্রি করা হয়। কলকাতার একটি সংস্থা এই পাঁচটি কিনে নেয় ২০ হাজার টাকায়।

Advertisements