নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় ২ কোটি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল (Indian Railways) আজ হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। রেলের উপর সাধারণ মানুষেরা এতটাই ভরসা করে থাকেন যে রেল পরিষেবার ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্নতা এলেই এই সকল হাজার হাজার মানুষেরা অসুবিধায় পড়েন। তবে রক্ষণাবেক্ষণ (Railway Maintenance Work) সহ অন্যান্য কারণে বিভিন্ন সময় রেল পরিষেবা ব্যাহত হয়।
দিন কয়েক আগেই শিয়ালদা স্টেশন থেকে ১২ কামরার লোকাল ট্রেন চালানোর জন্য এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজে প্রায় আড়াই দিনের জন্য চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল সাধারণ যাত্রীদের। তবে সেই পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে পরিষেবা এখন স্বাভাবিক হলেও নতুন করে আরো একটি ডিভিশনে রেলের কাজের জন্য বিপুল সংখ্যক ট্রেন বাতিল থাকবে। এক্ষেত্রে ১৬৬ টি লোকাল এবং ৬৪ টি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে বলেই জানা যাচ্ছে।
আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলওয়ের আন্দুল স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। টানা ১০ দিন এই স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে ওই সকল শতাধিক লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, রেলের ওই কাজ চলাকালীন ১৬৬ টি লোকাল ট্রেনের পাশাপাশি হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে ছাড়া ৬৪ টি এক্সপ্রেস ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রুটে শতাধিক লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন বাতিল থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের তা নিয়ে কোন সন্দেহ নেই।
এর পাশাপাশি রেলের তরফ থেকে ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথ বদল করা হয়েছে। ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এক্ষেত্রে যেহেতু হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে যেতে হয়, যেহেতু দক্ষিণ পূর্ব রেলের আন্দুল স্টেশনের উপর দিয়েই দীঘা গামী ট্রেনগুলিকে যাতায়াত করতে হয়, তাই ওই ১০ দিন দীঘা যাওয়ার প্ল্যান থাকলে তা ধুলোয় মিশে যাবে। কেননা দীঘা যাওয়ার ট্রেনগুলি বাতিল (Digha Trains Cancelled) রাখা হয়েছে।
বাতিলের তালিকায় ১৬৬টি লোকাল ট্রেন ছাড়াও যে সকল এক্সপ্রেস ট্রেন রয়েছে সেগুলি হল শতাব্দী এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, কান্ডারী এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেস, আজাদ হিন্দ এক্সপ্রেস ইত্যাদি। এই সকল ট্রেনের মধ্যে কান্ডারী এবং তাম্রলিপ্ত এক্সপ্রেস দিঘা যাওয়ার মূল ট্রেন হিসাবেই দিনের পর দিন পরিষেবা দিয়ে আসছে। এছাড়াও লোকাল ট্রেন বাতিল থাকার কারণে কেটে কেটে যাওয়াও একপ্রকার অসম্ভব।