উত্তরবঙ্গের কপালে ২৪ হাজার কোটি টাকা! কপাল খুলতে চলেছে এইসব জেলার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে (West Bengal Government) বিরোধীরা বরাবর শিল্পবিরোধী বলে থাকলেও, সরকারের তরফ থেকে শিল্প (Industry) টানার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়ে আসছে। দুর্গাপুজোর আগেই রাজ্যে বিনিয়োগ টানার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ছুটে গিয়েছিলেন বিদেশ। এরপর আবার দিন কয়েক আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। এই সকল প্রচেষ্টা থেকেই এবার বিনিয়োগের বিষয়ে উঠে আসছে একের পর এক শিল্পপতিদের সদিচ্ছা।

Advertisements

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিল্পকে আরও ত্বরান্বিত করার জন্য দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুরে রাজ্য সরকারের তরফ থেকে ৩০০ একর জমি পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। ঠিক সেই রকমই এবার উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। উত্তরবঙ্গে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন শিল্পপতিরা। ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করে শিল্প করা হলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানচিত্রে বড় বদল আসবে।

Advertisements

বৃহস্পতিবার শিলিগুড়ির কাওয়াখালী এলাকায় অবস্থিত বিশ্ববাংলা শিল্প হাট প্রাঙ্গণে বসেছিল উত্তরবঙ্গ বাণিজ্য মেলা। যে উত্তরবঙ্গ বাণিজ্য মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা। এই শিল্প মেলায় উপস্থিত থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আধিকারিকরা জানান, বিভিন্ন শিল্পপতিরা উত্তরবঙ্গে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

Advertisements

হাজার হাজার কোটি টাকার বিনিয়োগে উত্তরবঙ্গে শিল্প তৈরি হলে কর্মসংস্থানের সুযোগ কয়েকগুণ বেড়ে যাবে। সরকারি সূত্রে যা জানা যাচ্ছে তাতে ১০-১৫ হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হতে পারে। নিজেদের এলাকাতেই কর্মসংস্থান তৈরি হলে আর এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কাজের খোঁজে অন্য কোন জেলা অথবা ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।

উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে মালদা পর্যন্ত বিভিন্ন জেলাতে শিল্প গড়ে তোলা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। টি-টুরিজম, রিয়েল এস্টেট, হোটেল, কৃষি সামগ্রী, খাদ্য ও উদ্যানপালন, হসপিটালিটি সহ বিভিন্ন বিভাগের শিল্প গড়ে তোলা হবে। বহু প্রকল্প রয়েছে যেগুলি এক বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, আবার বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি আগামী দু’বছরের মধ্যেই শুরু হয়ে যাবে।

Advertisements