নিজস্ব প্রতিবেদন : এখনকার দিনে আর অধিকাংশ বাড়িতেই কাঠ-কয়লায় রান্না হয় না। অধিকাংশ বাড়িতেই এখন রান্না হয় রান্নার গ্যাসের মাধ্যমে। বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকেও একের পর এক প্রকল্প গ্রহণ করা হয়ে আসছে। তবে দেশের নাগরিকদের অভিযোগ, সহজেই এবং সস্তায় রান্নার গ্যাস কানেকশন পেলেও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Price) মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়।
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে যখন দেশের মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করে সেই সময় কেন্দ্র ভর্তুকি থেকে শুরু করে ছাড়ের একাধিক ঘোষণা করে। আর তারপরেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমে যায়। এখন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার স্থান বিশেষে কোথাও ৮২৯ টাকা, কোথাও আবার ৮৫২ টাকায় পাওয়া যাচ্ছে। তবে এর থেকেও কমে ৫২৯ থেকে ৫৫২ অথবা একটুখানি এদিক ওদিক খরচেও রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডার অবশ্য সমস্ত নাগরিকরা পান না। যে সকল গ্রাহকদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন রয়েছে তারা এমন সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। কেন্দ্রের তরফ থেকে এই সকল উপভোক্তাদের আরও ৩০০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এতটা কমে গিয়েছে। তবে প্রশ্ন হল এমন সস্তায় আর কতদিন রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে?
আপাতত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় সাধারণ গ্রাহকদের তুলনায় ৩০০ টাকা কমে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া জারি থাকবে বলেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। সুতরাং যে সকল উপভোক্তাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের এই মুহূর্তে চিন্তার কোন কারণ নেই। সরকারের ঘোষণা অনুযায়ী তারা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এমন সুবিধা পাবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন নেওয়ার জন্য বেশ কিছু শর্ত মানতে হয়। কেননা এই প্রকল্পের আওতায় রান্নার গ্যাস কানেকশন সেই সকল নাগরিকদেরই দেওয়া হয়ে থাকে যারা আর্থিক দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছেন। পরিবারের যেকোনো একজন মহিলার নামে কানেকশন দেওয়া হয়ে থাকে এবং একটি পরিবারের কেবলমাত্র একটি কানেকশন দেওয়া হয়। এই মুহূর্তে দেশে ১০.২৭ কোটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের উপভোক্তা রয়েছে, আগামী দিনে আরও ৭৫ লক্ষ সংযোগ দেওয়া হবে এই প্রকল্পের আওতায়।