নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। দুর্গা পুজোর সময় বিভিন্ন সংস্থার পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকেও তাদের কর্মচারীদের (WB Govt Employees) বিভিন্ন ধরনের উপহার দিয়ে থাকে। এই সকল উপহারের মধ্যে রয়েছে টানা ছুটি, আগাম বেতন এবং বোনাস। ইতিমধ্যেই ছুটি এবং বেতন নিয়ে আগেই রাজ্য সরকার খুশির খবর দিয়েছে আর এবার খুশির খবর দিল বোনাস নিয়েও।
এমনিতেই রাজ্য সরকারি কর্মচারীরা বিগত কয়েক মাস ধরেই তাদের ন্যায্য ভাতা কেন্দ্রীয় হারে পাওয়ার জন্য আন্দোলন চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত হাজার আন্দোলন সত্বেও রাজ্য সরকার এই নিয়ে কোন মন্তব্য করেনি। স্বাভাবিকভাবেই প্রত্যাশা অনুযায়ী ভাতা বৃদ্ধি না পাওয়ার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে। তবে এই পরিস্থিতিতেই পূজোর আগে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে রাজ্য সরকার হাসি ফুটিয়েছে বিভিন্ন উপহার দিয়ে।
এই বছর রাজ্য সরকারি কর্মচারীদের ‘অ্যাড হক বোনাস’ হিসাবে ৫৩০০ টাকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বহু রাজ্য সরকারি কর্মচারীরা এই টাকা পেয়ে গিয়েছেন। এই বোনাস গত বছরের তুলনায় ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। গত বছর ৪৮০০ টাকা ‘অ্যাড হক বোনাস’ দেওয়া হয়েছিল। সেই জায়গায় এবার ৫০০ টাকা বৃদ্ধি করে তা ৫৩০০ টাকা করা হয়েছে। পুজোর আগে এই বোনাস রাজ্য সরকারি কর্মচারীদের অনেক কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।
তবে এই বোনাস প্রসঙ্গে বলে রাখা দরকার, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ৫৩০০ টাকার এই ‘অ্যাড হক বোনাস’ পাবেন না। যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৩৯ হাজার টাকার মধ্যে তারা এই বোনাস পাবেন। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক হিসাবে যারা সদ্য কাজে যোগ দিয়েছেন তারা এই বোনাস পাবেন। এছাড়াও যারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন তারাও এই বোনাস পাবেন।
রাজ্য সরকারি কর্মচারীরা ছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত ব্যক্তিরা দূর্গা পূজার আগে রাজ্য সরকার প্রদত্ত এই বোনাস পাবেন।