Gpay Upgrade: টাকা লেনদেনের নিয়মে বড় বদল, আর ‘এই’ দেশে কাজ করবে না Gpay

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টাকা লেনদেনের ব্যবস্থাকে অনেক সহজ সরল করে দিয়েছে UPI পরিষেবা। আবার এই ইউপিআই পরিষেবা প্রদানকারী যে সকল সংস্থা রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় Google Pay বা Gpay। কিন্তু জনপ্রিয় এই অ্যাপটি খুব তাড়াতাড়ি পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। আগামী ৪ জুন থেকে Gpay পরিষেবা দেওয়া বন্ধ করে দেবে।

Advertisements

Gpay পরিষেবা দেওয়া বন্ধ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেকের মধ্যেই চিন্তা বাড়তে শুরু করেছে। যদিও ভারত এবং সিঙ্গাপুরে এই সংস্থা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন বদল আনছে না। সুতরাং ভারত এবং সিঙ্গাপুরের Gpay ব্যবহারকারীদের চিন্তার কোন কারণ নেই। সংস্থার তরফ থেকে মূলত এই পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে আমেরিকায়।

Advertisements

আমেরিকায় সংস্থার তরফ থেকে কেবলমাত্র Gpay বন্ধ করে দেওয়া হচ্ছে তা নয়, পাশাপাশি তাদের তরফ থেকে পিয়ার টু পিয়ার অ্যাপের পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমেরিকায় টাকা পাঠানো অথবা টাকা পাঠানোর অনুরোধ করা যেত। এই অ্যাপের ব্যাপক জনপ্রিয়তা ছিল আমেরিকার বাসিন্দাদের কাছে। সম্প্রতি গুগলের তরফ থেকে তাদের ব্লগে জানানো হয়েছে, ২০২৪ সালের ৪ জুন থেকে আর গুগল পে’র ইউএস ভার্সন থাকবে না।

Advertisements

আরও পড়ুন ? BHIM UPI offer: রাতের ঘুম উড়ল PhonePe, Gpay-র! চাপ বাড়াচ্ছে BHIM, মিলবে বড় উপহার

তবে গুগল তাদের Gpay পরিষেবা বন্ধ করার মধ্য দিয়ে এই ধরনের বাজার থেকে বিদায় নিচ্ছে এমন নয়। বরং তারা গ্রাহকদের আরও এই ধরনের পরিষেবার ব্যবহার সহজ করার জন্য এমন পদক্ষেপ নিতে চলেছে। আর এই কাজটির জন্য তাদের তরফ থেকে আনা হয়েছে নতুন একটি ভার্সন। যেটি হল গুগল ওয়ালেট। এটি অবশ্য ভারতে এখনো পর্যন্ত উপলব্ধ নয়। তবে আগামী দিনে ভারতেও গুগল ওয়ালেট উপলব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।

গুগল ওয়ালেট নামে যে নতুন অ্যাপ আনা হয়েছে সেটিতে সব ধরনের ফিচার যুক্ত করে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে গুগলের তরফ থেকে। গুগল ওয়ালেটে ভার্চুয়াল ডেবিট কার্ডের মতো ফিচার রয়েছে। এছাড়াও ট্যাপ টু পে, পাশ, টিকিট, ব্যালেন্স এনকোয়ারি সহ সমস্ত ধরনের ফিচার রয়েছে। ইতিমধ্যেই গুগলের তরফ থেকে Google pay অ্যাপ ব্যবহারকারীদের গুগল ওয়ালেট অ্যাপে ট্রান্সফার হওয়ার জন্য বলা হয়েছে।

Advertisements