BHIM UPI offer: রাতের ঘুম উড়ল PhonePe, Gpay-র! চাপ বাড়াচ্ছে BHIM, মিলবে বড় উপহার

নিজস্ব প্রতিবেদন : এমনিতেই PhonePe, Gpay-র মতো যে সকল বিদেশি সংস্থা রয়েছে তাদের লাগামছাড়া রাশ টানার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তাদের দখলে এখন ৮০ শতাংশ বাজার থাকলেও তা কমিয়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এসব নিয়ে যখন বিদেশি ইউপিআই (UPI) সংস্থাগুলির রাতের ঘুম উড়তে শুরু করেছে, সেই সময় আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে হাজির BHIM।

২০১৬ সালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ভীম ইউপিআই (BHIM UPI) চালু করেছিল। পরবর্তীতে ধাপে ধাপে এই অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে। সহজ ইন্টারফেস থাকার কারণে সহজেই টাকা লেনদেন করার সুবিধা রয়েছে এই অ্যাপে। আর এরই পরিপ্রেক্ষিতে জনপ্রিয়তা বাড়তে থাকলেও বিদেশি সংস্থা PhonePe, Gpay-র ধারে কাছে এখনো পৌঁছাতে পারেনি ভারতের এই সংস্থাটি।

তবে বিদেশি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে এবার BHIM UPI এমন এক অফার নিয়ে এলো যা রীতিমত অন্যান্য ইউপিআই সংস্থাগুলির রাতের ঘুম কেড়ে নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলে একাংশ। কেননা এবার এই সংস্থার তরফ থেকে সমস্ত ব্যবহারকারীকে ৭৫০ টাকা ক্যাশব্যাক (BHIM UPI offer) দেওয়া হবে। সীমিত সময়ের জন্য এই অফার থাকলেও দুভাবে এই ক্যাশব্যাক পেতে পারবেন ব্যবহারকারীরা।

আরও পড়ুন 👉 Gpay-PhonePe: রাতের ঘুম উড়তে চলেছে Google Pay, PhonePe-র, বাজার নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র

সংস্থার তরফ থেকে দেওয়া অফার অনুযায়ী শর্ত পূরণ করতে পারলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে সরাসরি ৭৫০ টাকা ক্রেডিট হবে। এর পাশাপাশি আরও ১ শতাংশ ক্যাশব্যাক পেতে পারবেন ব্যবহারকারীরা। এই অফার চলাকালীন ট্রেনের টিকিট থেকে শুরু করে ক্যাব রাইড, রেস্তোরাঁ বিল ইত্যাদির ক্ষেত্রে ১০০ টাকার উপরে পেমেন্ট করা হলে ৩০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক রাখা হয়েছে এবং তার সঙ্গে আরও ৬০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

৬০০ টাকা যে ক্যাশব্যাক পাওয়ার কথা বলা হচ্ছে তা পাওয়া যাবে ভীম অ্যাপের সঙ্গে ক্রেডিট কার্ড লিঙ্ক করালে। এমন লিঙ্ক করানো হলেই ব্যবহারকারীরা ৬০০ টাকা রিওয়ার্ড পাবেন। এই অফার চলাকালীন প্রথম তিনটি পেমেন্ট ১০০ টাকার উপরে হলে ১০০ টাকা করে ক্যাশব্যাক পাওয়া যাবে এবং তারপর ১০ টি পেমেন্ট ২০০ টাকার উপরে হলে ৩০ টাকা করে ক্যাশব্যাক পাওয়া যাবে। এর পাশাপাশি সমস্ত ফুয়েল পেমেন্টের সময় ভিম অ্যাপ থেকে পেমেন্ট করলে ১ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ১০০ টাকার বেশি বিদ্যুৎ বিল, জলের বিল, গ্যাসের বিল পেমেন্ট করলেও ১ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই অফার চলবে আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত।