কখন আসবে স্টপেজে বাস, ট্রেনের মতই জানা যাবে স্মার্টফোনেই

নিজস্ব প্রতিবেদন : ‘Where is my train’ অথবা অন্য কোন অ্যাপের মাধ্যমে জানা যায় ট্রেন বর্তমানে কোন স্টেশনে রয়েছে, আপনার স্টেশনে কতক্ষণে এসে পৌঁছবে ইত্যাদি নানান তথ্য। সেইরকমই এবার বাসের ক্ষেত্রেও এই সকল তথ্য মিলবে নিজের স্মার্টফোনেই। এমনই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন নিগম।

রাজ্য পরিবহণ নিগমের তরফ থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনা থেকে যাত্রীরা শহরের যেকোনো বাসস্টপে দাঁড়িয়েই অনায়াসে পেয়ে যাবেন বাসের হদিশ। রাজ্য পরিবহণ নিগমের এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সাহায্য করছে গুগল। এই ব্যবস্থার ফলে যাত্রীরা সংশ্লিষ্ট বাসের সময় যেমন জানতে পারবেন ঠিক তেমনি সেই বাসের অবস্থান সম্পর্কেও জানতে পারবেন।

নতুন এই ব্যবস্থা কিভাবে চালু করা হবে? পরিবহন নিগম সূত্রে জানা যাচ্ছে, নতুন এই ব্যবস্থা চালু করার জন্য বাসের কন্ডাকটরের কাছে ইলেকট্রনিক টিকেটিং মেশিনে বিশেষ একটি যন্ত্র লাগানো হবে। নতুন এই ব্যবস্থা আনার ক্ষেত্রে সাহায্য নেওয়া হবে গুগল ম্যাপের। এই ব্যবস্থার সুবিধা নেওয়ার জন্য যাত্রীদের কোনরকম নতুন অ্যাপ ইন্সটল করতে হবে না।

যাত্রীদের মোবাইলে থাকা গুগলে ইংরাজিতে বাস বিটুইন লিখে যদি সার্চ করা হয় এবং গন্তব্যের বাসস্টপের নাম লিখে সার্চ করলে সংশ্লিষ্ট রুটে বাসের নাম এবং সেই বাসের অবস্থান ও ওই যাত্রীর স্টপেজে কখন বাস এসে পৌঁছবে সবকিছু দেখিয়ে দেবে।

সূত্র মারফত জানা যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় রাজ্যে চালু হয়ে যাবে এই নতুন পরিষেবা। এই পরিষেবা ট্র্যাক করা হবে real-time অর্থাৎ গুগল ম্যাপের মাধ্যমে। এই পদ্ধতির মাধ্যমে যাত্রীরা যে বাসস্টপে অপেক্ষা করছেন সেই বাসস্টপে তার গন্তব্যে আসতে কত সময় লাগবে তার আনুমানিক একটি সময় জানিয়ে দেবে গুগল ম্যাপ। এই নতুন ব্যবস্থার সাহায্যে যেমন যাত্রীরা বিভিন্ন তথ্য পাবেন ঠিক তেমনি আবার টিকিট কাটার উপরেও নজরদারি রাখা যাবে।