অর্পিতা তো চুনোপুঁটি! হৈমন্তীর সম্পত্তি দেড় হাজার কোটি! কোথায় কোথায় রয়েছে!

নিজস্ব প্রতিবেদন : চাকরি চুরি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Chatterjee) নাম। এরপর তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর উঠে আসে গোপাল দলপতি এবং হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) নাম। অভিনেত্রী অর্পিতার পর আরেক অভিনেত্রী হৈমন্তীর নাম উঠে আসতেই কৌতুহল বাড়ছে প্রত্যেকের মধ্যেই।

চাকরি চুরি কান্ডে এখনো পর্যন্ত অধরা রয়েছেন রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তবে তিনি অধরা থাকলেও তার সম্পত্তি সম্পর্কে যে খবর মিলছে তাতে তার কাছে অর্পিতা মুখোপাধ্যায় চুনোপুঁটি। পাশাপাশি প্রশ্ন উঠছে একজন নিম্নমানের অভিনেত্রী হয়ে কিভাবে এত কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠলেন!

হৈমন্তী গঙ্গোপাধ্যায় গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। বিভিন্ন সূত্র থেকে যা উঠে আসছে তাতে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় তাদের নামে বেনামে অন্ততপক্ষে ২০০ বিঘা জমি রয়েছে। একাধিক জেলায় রয়েছে বিলাসবহুল বাড়ি। এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে বীরভূমে হৈমন্তীর নামে হোটেল এবং গেস্ট হাউস রয়েছে।

কলকাতার মুচিপাড়া সহ একাধিক জায়গায় তাদের নামে রয়েছে ফ্ল্যাট। মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে রয়েছে অফিস। এর পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় তাদের নামে বেনামে সম্পত্তি রয়েছে বলে খোঁজ মিলছে। তাদের নামে বেনামে সম্পত্তির পরিমাণ দেড় হাজার কোটি টাকা হবে বলেই জানা যাচ্ছে সুত্র মারফত।

তবে এর পাশাপাশি এটাও দাবি করা হচ্ছে যে, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ডিভোর্স হয়েছে। তবে ডিভোর্স হলেও এখনো পর্যন্ত দুজনের নামে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসাবে নাম রয়েছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের।