নিজস্ব প্রতিবেদন : ভারতে যতই ডিজিটাল লেনদেন ত্বরান্বিত হোক না কেন অথবা যতই বিপ্লব আসুক না কেন, বিভিন্ন কারণে ব্যাঙ্ক গ্রাহকদের ব্যাঙ্কের শাখার বারংবার দরবার হতে হয়। যে কারণে ব্যাঙ্কের শাখার গুরুত্ব অপরিসীম। আর এই ব্যাঙ্কের শাখা চলতি মাসে টানা চার দিন বন্ধ থাকতে চলেছে। যে কারণে বহু গ্রাহক অসুবিধায় পড়বেন এবং ভোগান্তির শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাঙ্কের কর্মচারী অ্যাসোসিয়েশন আগামী সপ্তাহে প্রথম দুদিন ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে আজ অর্থাৎ ১৩ তারিখ শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ার দরুন ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি। আগামীকাল অর্থাৎ রবিবার ছুটি।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দেশব্যাপী ধর্মঘট রয়েছে আগামী ১৫ এবং ১৬ মার্চ। এই দুদিন দেশের অধিকাংশ ব্যাঙ্কের শাখার কর্মচারীরা ধর্মঘটে সামিল হতে চলেছেন বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক কর্মচারী অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত যদি কোনরকম পরিবর্তন না হয় তাহলে টানা চার দিন শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা।
[aaroporuntag]
ব্যাঙ্কের শাখা বন্ধ হওয়ার পাশাপাশি এটিএম পরিষেবা ব্যাহত হওয়ার বিপুল সম্ভাবনাও দেখা দিয়েছে। তবে এর মাঝে যদি ধর্মঘটের বিষয়ে কোনো সিদ্ধান্তের পরিবর্তন হয় সেক্ষেত্রে আগামী সোম এবং মঙ্গলবার স্বাভাবিক নিয়মেই ব্যাঙ্কের শাখা খোলা থাকবে বলে জানা যাচ্ছে।