Cancel Illegal SIM: আর চলবে না ১৫ লক্ষের বেশি সিমকার্ড! বড় পদক্ষেপ নিচ্ছে সরকার, উপকৃত হবেন দেশের মানুষ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Government is taking big steps to stop illegal SIM cards: প্রতিনিয়ত বেড়ে চলেছে অনলাইন প্রতারণার ঘটনা। এর থেকে বাঁচার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। প্রতারণার হাত থেকে রক্ষা পেতে আবারো নতুন একটি পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। কিছুদিনের মধ্যেই লক্ষাধিক সিম বন্ধ করে দেবার (Cancel Illegal SIM) সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাত্র ১৫ দিনের মধ্যে বন্ধ হতে চলেছে ১৮ লক্ষেরও বেশি সিম। ইতিহাসে এই প্রথমবার একসাথে এতগুলো সিম বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

সিম জালিয়াতির ঘটনা একেবারেই নতুন নয়, বহুদিন ধরে এই ধরনের জালিয়াতির শিকার হয়েছে সাধারণ মানুষ। অনেকেই আছেন যারা না জেনেই ব্যবহার করছেন বেআইনি সিম। ধরা পড়লে তিনি আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। সেই সমস্ত জালিয়াতি রুখতেই বেশ কিছু সিম বাতিল (Cancel Illegal SIM) করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আপনার সিমটিও এই তালিকায় রয়েছে কিনা তা কিন্তু যাচাই করে নেওয়া প্রয়োজন।

Advertisements

ইতিমধ্যে কুড়ি লক্ষেরও বেশি মোবাইল কানেকশন পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে টেলিকম দপ্তর। এছাড়াও প্রচলিত বড় বড় সিম কোম্পানি যেমন jio, এয়ারটেল, ভিআই কে নির্দেশ দেওয়া হয়েছে ২৮ হাজার ২২০ টি সিম বাতিল (Cancel Illegal SIM) করার। এই পরিস্থিতিতে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার সিম বা আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি এই তালিকার অন্তর্ভুক্ত কিনা তা যাচাই করে নেওয়া। ১৮ লক্ষ বাতিল হওয়া সিমের তালিকায় যদি আপনার সিমটিও থাকে, তাহলে সমস্যায় পড়তে হবে আপনাকেও।

Advertisements

আরও পড়ুন ? Jio Postpaid Offer: ৩৭৫ টাকা ছাড়! জিও দিচ্ছে দুর্দান্ত অফার, জলের দরে চলবে সিমকার্ড

প্রত্যেকটি মোবাইল কানেকশন এবং সিম টেলিকম অপারেটরদের দ্বারা ভালো করে যাচাই করার পরই বাতিল (Cancel Illegal SIM) করা হবে বলে জানা গেছে। মোবাইল ফোন বা সিম কার্ড খুঁজে বের করার জন্য টেলিকম অপারেটরদের সময় দেওয়া হয়েছে মাত্র ১৫ দিন। তার মধ্যেই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে সংস্থাগুলিকে। সাইবার ক্রাইমের পরিমাণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। ২০২৩ সালে সাইবার জালিয়াতির কারণে ক্ষতি হয়েছে ১০,৩১৯ কোটি টাকার। ২০২৪ সালে যাতে এতটা ক্ষয়ক্ষতির স্বীকার হতে না হয়, তাই জন্য এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

গত বছর প্রায় ৩৭ হাজার সিম কার্ডের খোঁজ পাওয়া গেছিল। যেগুলো সাইবার জালিয়াতির সাথে জড়িত সেগুলিকে বন্ধ করে দেওয়া হয় ২০২৩ সালে। এছাড়া প্রায় ১৭ মিলিয়ন মোবাইল কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে ১ বছরে। শুধু মোবাইল কানেকশন বা সিম কার্ড নয় জালিয়াতীর হাত থেকে বাঁচতে বন্ধ করতে হয়েছে ১ লক্ষ ৮৬ হাজারেরও বেশি হ্যান্ডসেট। ২০২৪ থেকে যাতে সাইবার ক্রাইমের প্রতি নিয়ন্ত্রণ আনা যায় তার জন্যই ক্রমাগত চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। বাতিল করা হবে শুধুমাত্র জালিয়াতির সঙ্গে জড়িত সিম কার্ড গুলি। ফলে সিম কার্ড বাতিল হওয়ার ফলে সাধারণ মানুষ কোন ক্ষয়ক্ষতির মুখে পড়বে না বলে জানা গে

Advertisements