Jhargram: এবার সরকারি চাকরির ডাক আসবে বাড়িতে, নতুন সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jhargram: বেসরকারি সংস্থায় চাকরি পেতেই আজকাল মাথার ঘাম পায়ে ফেলতে হয় চাকরি প্রার্থীদের। সেখানে সরকারি চাকরির অবস্থা তো আরও শোচনীয়। বিশেষ করে দেশ এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বেকারদের তুলনায় চাকরির সংখ্যার পার্থক্য এবং তার জন্য শিক্ষিত সমাজের দুর্ভোগ নতুন কিছু নয়। তবে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে নতুন পদক্ষেপ নিয়ে আসছে। এবার সরকারি চাকরির সুযোগ দেবে খোদ সরকারই, তাও আবার বাড়িতে বসেই। জেলার কর্মবিনিয়োগ কেন্দ্র উদ্যোগ নিয়ে পর্যটন শিল্পে কাজ দিচ্ছে বেকার যুবক যুবতীদের। এমনই নজির দেখা গেলো ঝাড়গ্রামে।

Advertisements

ঝাড়গ্রামের (Jhargram) অন্যতম উল্লেখযোগ্য শিল্প হলো পর্যটন শিল্প। সময়ের সাথে আরও মজবুত হচ্ছে জেলার পর্যটন ব্যবসা। এর সাথে পালা করে বাড়ছে হোটেল, রেস্তোরাঁর ব্যবসাও। যার ফলে হচ্ছে কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে এক প্রকার ঢেলে সাজিয়েছেন। যার ফলে প্রতিটি জেলায় পর্যটকদের আগমন আরও বেড়েছে বলে খবর। এবার সেখানেই জেলার যুবক-যুবতীদের সরকারি চাকরি দিচ্ছি সরকার। মঙ্গলবার ঝাড়গ্রামের জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য আয়োজন করা হয় জব ড্রাইভ। সেখানে ৬৫ জন যুবক যুবতী উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে। সেখানেই ম্যানেজার, হাউস কিপিং এবং রাঁধুনি সহ একাধিক পদে ইন্টার্ভিউ নেওয়া হয় বলে খবর।

Advertisements

ঝাড়গ্রামের (Jhargram) জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অধিকর্তা অরুণাভ দত্ত এই বিষয়ে জানান যে গত ডিসেম্বর থেকে একাধিক জব ড্রাইভ হলেও জেলার শিক্ষিত ছেলে মেয়েদের জেলার কাজেই নিয়োগ করা এই প্রথম ঘটলো। এদিন একাধিক হোমস্টে, হোটেল বা রেস্তোরাঁর মালিকরা এসে নিজের মতো প্রার্থী বাছাই করতে পারেন। এর ফলে জেলা তথা রাজ্যের পর্যটন শিল্পের আরও বিকাশ হবে বলে খবর।

Advertisements

আরও পড়ুন: নবান্নের উদ্যোগে কপাল খুলতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের, কি পদক্ষেপ নিল রাজ্য?

তবে এই নতুন জব ড্রাইভে খুশি হয়েছেন ঝাড়গ্রামের (Jhargram) মানুষেরা। যুগ যুগ ধরে কাজের জন্য বাড়ি ছাড়তে হয়েছে ঝাড়গ্রামের ছেলে মেয়েদের। সেখানে এবার যদি জেলাতেই মেলে চাকরি তবে পরিবার পরিজন ছেড়ে অন্যত্র যেতে হবেনা। তবে শুধু ঝাড়গ্রামেই নয় বিভিন্ন জেলাতেই শুরু হয়েছে এই সরকারি চাকরির জব ড্রাইভ কর্মসূচি।

পশ্চিমবঙ্গের জনগণের জন্য একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে যেমন চলছে দুয়ারে সরকার। আগামী ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। সেখানেই এক তুড়িতে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারেন রাজ্যের মানুষরা। আর এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই দেওয়া হয়েছে সরকারি চাকরির আবেদন পত্র। এছাড়াও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেও চাকরি পেয়েছেন ৭ জন প্রার্থী।

Advertisements