Mahila Samman Savings Certificate: সুদের উপর টিডিএস কাটবে না সরকার! মহিলাদের জন্য বড় প্রকল্পের ঘোষণা কেন্দ্রের

The government will not deduct TDS on interest on the Mahila Samman Savings Certificate: দেশের মহিলাদের সঞ্চয় বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে অভিনব এক প্রকল্প। নিজেদের সঞ্চয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলারা পাবেন বিশেষ সুবিধা। ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সঞ্চয় করতে কে না চায়, তাই আপনাকে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে হবে আজকের এই প্রতিবেদন থেকেই। আপনিও কি চাইছেন মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে (Mahila Samman Savings Certificate) বিনিয়োগ করতে? তাহলে এই স্কিমে প্রাপ্ত সুদের উপর টিডিএস কাটা হবে কি না সেটা জানা আপনার পক্ষে অবশ্যই জরুরী।

সম্প্রতি কেন্দ্রের একটি বিবৃতি থেকে বিস্তারিতভাবে জানা গেছে যে, মহিলা সম্মান সার্টিফিকেট স্কিমে (Mahila Samman Savings Certificate) সুদের উপর এখন থেকে আর কোন টিডিএস কাটা হবে না। উপরন্ত অ্যাকাউন্ট হোল্ডার কোন ট্যাক্স ব্র্যাকেটে পড়ছেন তার উপর নির্ভর করবে কর প্রযোজ্য হবে কি না। দেশের মহিলাদের জন্য এর থেকে ভালো খবর আর হতে পারে না। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) আগে মহিলা সম্মান সার্টিফিকেট স্কিম থেকে টিডিএস কাটতো। আয়কর আইন, ১৯৬১-র ১৯৪ এ ধারা অনুযায়ী, মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প থেকে প্রাপ্ত সুদের উপর কর ধার্য করা হত। কিন্তু গত ১৬ মে আয়কর বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে কর ধার্য করার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হলো অর্থাৎ এই প্রকল্পে বিনিয়োগ করে মহিলারা যে সুদ পাবেন তার উপর সরাসরি এখন থেকে টিডিএস কাটা হবে না।

এরপর থেকে মহিলার সার্বিক আয়ে যুক্ত হবে এই সুদের পরিমাণ। যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার বার্ষিক আয় করের যে ব্র্যাকেটে পড়বে কর সেটা অনুযায়ী ধার্য করা হবে। যেসব মহিলাদের আয়ের সামান্য তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সরকারের এই সিদ্ধান্তে। সিবিডিটি-র বিজ্ঞপ্তি অনুসারে, মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেটে (Mahila Samman Savings Certificate) বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ যদি চল্লিশ হাজারের বেশি না হয় তাহলে কোন প্রকার টিডিএস কাটা হবে না। এই স্কিমে বার্ষিক সুদের হার ৭.৫ শতাংশ ধরলে যদি সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে প্রথম বছরে ১৫,০০০ টাকা এবং দ্বিতীয় বছরে ৩২,০০০ টাকা সুদ পাবেন অ্যাকাউন্ট হোল্ডার। তবে সুদ থেকে আয় ৪০ হাজার টাকার নিচে হলে টিডিএস প্রযোজ্য হবে না।

আরও পড়ুন 👉 Central Govt Home loan Scheme: লোন নিয়ে বাড়ি করতে চান! এবার বড় সুখবর দিল কেন্দ্র

বিনিয়োগকারীরা অবশ্যই জেনে রাখুন যে, আয়কর আইন ১৯৬১-র ৮০ সি ধারার অধীনে কোনও কর ছাড় দেওয়া হয় না। ফলে নিজেদের এই বিনিয়োগে অ্যাকাউন্ট হোল্ডাররা কর ছাড় দাবি করতে পারবেন না। মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট হল একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। ২০২৩-২৪ সালের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্বল্প আয়ের মহিলাদের জন্য এই স্কিমটি চালু করেছিল। বিগত বছরের ১ লা এপ্রিল থেকে এই স্কিমটি চালু হয়েছে। বিনিয়োগকারীরা প্রতি বছর ৭.৫ শতাংশ হারে সুদ পেতে পারেন। দুই বছরের বিনিয়োগের সময় সুদের হার স্থির থাকবে।

এই ক্ষুদ্র প্রকল্পে কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে মহিলারা? মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে (Mahila Samman Savings Certificate) সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে সর্বাধিক ২ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে। কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ এ ঘোষণা অনুসারে, ক্ষুদ্র এই প্রকল্পটি মহিলাদের জন্য চালু করা হয়েছে মাত্র দুই বছরের জন্য। কোনও মহিলা ২০২৩ সালের ১ থেকে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।