মাধ্যমিক পাশেই পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কার না নেই। আর এই স্বপ্ন যদি মাধ্যমিক পাশ করার পর থেকেই আসতে শুরু করে তাহলে তো সোনায় সোহাগা। ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে পশ্চিমবঙ্গ সার্কেলে একাধিক পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীরাই।

পশ্চিমবঙ্গ সার্কেলে যে সকল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেগুলি হল ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক। এই সকল শূন্য পদের জন্য মোট ২,৩৫৭ জনকে নিয়োগ করা হবে। এই সকল পদে আবেদনের শেষ তারিখ ছিল ১৯ আগস্ট, যদিও তারা সম্প্রতি বাড়িয়ে করা হয়েছে ২২ আগস্ট পর্যন্ত।

এই সকল শূন্য পদে আবেদন করার জন্য আবেদনকারীর নুন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার অনুমোদিত দশম শ্রেণি পাশ। এর পাশাপাশি আবেদনকারীকে স্থানীয় ভাষায় লিখতে, পড়তে অর্থাৎ পটু হতে হবে। পাশাপাশি থাকতে হবে যে কোন স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ দিনের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট। তবে যে সকল আবেদনকারীর ১০+২ ক্লাসে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার থাকলে এই সার্টিফিকেটের প্রয়োজন নেই। অন্যদিকে যেসকল আবেদনকারীরা গ্রাম সেবক পদের জন্য আবেদন করবেন তাদের সাইকেল চালানো জানতে হবে।

আবেদন করার পদ্ধতি হল অনলাইন। আবেদন করার জন্য আবেদনকারীকে http://appost.in/gdsonline/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর সাথে সাথে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে। বেছে নিতে হবে পছন্দের পোস্ট অফিস। ফি জমা দিতে হবে অনলাইনে। ফি অফলাইনে জমা দেওয়া যাবে। সবকিছু হয়ে গেলে আবেদন ফর্ম প্রিন্ট করে রাখুন।