নিজস্ব প্রতিবেদন : শুধু ভারত (Team India) নয়, এশিয়ার কোন দেশ দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে কেপটাউনে কখনো দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারাতে পারেনি। যে কারণে কেপটাউনকে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ বলা হয়। তবে এবার এই দুর্গ ভেঙ্গে দিল টিম ইন্ডিয়া। মাত্র দেড় দিনে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দ্বিতীয় টেস্টে জয়লাভ করে সিরিজে সমতা ফেরালো।
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নামলে প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৫৫ রানে। ভারত এর পাল্টা হিসাবে প্রথম ইনিংসে ১৫৩ রানের অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানের অলআউট হয়। ভারতের কাছে জয়ের জন্য ৭৮ রানের লক্ষ্যমাত্রা দেয় দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া টিম উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৮০ রান তুলে জয় হাসিল করে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে দেড় দিনে হারিয়ে যেমন রেকর্ড গড়লো টিম ইন্ডিয়া ঠিক সেই রকমই অনন্য এক নজির তৈরি করেছেন মুকেশ কুমার (Mukesh Kumar)।
মুকেশ কুমার বিহারের গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তবে তিনি বাংলা দলের হয়ে খেলতেন। এবার দক্ষিণ আফ্রিকা সফরের টিম ইন্ডিয়ার হয়ে দ্বিতীয় টেস্টে নামার সুযোগ পান তিনি। দ্বিতীয় টেস্টে নেমেই অনন্য নজির তৈরি করতে দেখা গেল তাকে। মূলত দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেই মুকেশ কুমারের এই নজির দেখা যায়। সিরাজের বোলিং যেমন দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে শেষ করে দিতে বড় ভূমিকা নেয় ঠিক সেই রকমই মুকেশ কুমারের ভূমিকাও কম ছিল না।
আরও পড়ুন ? IPL Auction 2024: লাভের বদলে লোকসান! এবার IPL-এ বড় ক্ষতি মণীশ থেকে শাহরুখ, ৫ ক্রিকেটারের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে সিরাজ মাত্র ২.২ ওভার বল করার সুযোগ পান। মাত্র ২.২ ওভার বল করলেও ওই ইনিংসে তিনি একটিও রান দেননি। উপরন্তু তার ঝুলিতে আসে দুটি উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে মুকেশ কুমারের বোলিংয়ের দিকে নজর রাখলে দেখা যাবে ফিগার ঠিক এইরকম ২.২-২-০-২-০.০০ অর্থাৎ কোন রান না দিয়ে দুই ওভার মেইডেন নিয়ে ২.২ বলে ২ উইকেটের অধিকারী। ক্রিকেট ইতিহাসে এমন ফিগার খুব কম লক্ষ্য করা গেছে।
অন্যদিকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও মুকেশ কুমার দুটি উইকেট সংগ্রহ করতে সক্ষম হন। তবে দ্বিতীয় ইনিংসে তার ওভার থেকে ৫৬ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১০ ওভার বল করে মুকেশ কুমার দুটি ওভার মেইডেন পান এবং দুটি উইকেট সংগ্রহ করেন। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মুকেশ কুমারের সংগৃহীত উইকেটের সংখ্যা দাঁড়ালো ৪।