নিজস্ব প্রতিবেদন : আশঙ্কা করা হচ্ছিল নতুন বছরের শুরুতেই জামা, জুতো এবং অনলাইনে খাবার কেনাকাটার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন আসার কথা ছিল এগুলির উপর বসা করের পরিপ্রেক্ষিতে। GST-র কারণে এই সকল বস্তুর দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছিল। যদিও সেই সকল ক্ষেত্রে আপাতত স্বস্তি দিল কেন্দ্র।
শোনা যাচ্ছিল, আগামী ১ জানুয়ারি থেকে জামা, জুতো এবং অনলাইনের খাবারের দাম বৃদ্ধি পাবে। এর পাশাপাশি মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছিল সার এবং কীটনাশকেরও। তবে বছরের শেষে আপাতত স্বস্তির খবর মিলেছে এই সকল ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। এই সকল প্রয়োজনীয় জিনিসের উপর জিএসটির নতুন হার লাগু হচ্ছে না।
গত কয়েক মাস ধরে মুদ্রাস্ফীতির কারণে নাজেহাল অবস্থা হয়ে উঠেছে অর্থনীতির। অন্যদিকে একই ভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার কারণে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমজনতার। এরই মাঝে জামা-জুতো সহ বেশ কয়েকটি দ্রব্যের উপর জিএসটির পরিমাণ ৫ শতাংশ থেকে ১২ শতাংশ করার কথা শোনা যাচ্ছিল। পাশাপাশি শোনা যাচ্ছিল, সুইগী, জোমাটো সহ অন্যান্য অনলাইন ফুড ডেলিভারি সংস্থা থেকে খাবার অর্ডার করার পরিপ্রেক্ষিতে ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
তবে বছরের শেষ দিনে জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয় আপাতত এই সকল নতুন নিয়ম লাগু হচ্ছে না। জিএসটি কাউন্সিলে কেন্দ্র ছাড়াও প্রতিটি রাজ্যের সদস্য নিযুক্ত থাকে। সেই সকল সদস্যদের সিদ্ধান্ত অনুসারে কোনো দ্রব্যের উপর জিএসটির পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়।
নতুন বছরে যখন এই সকল দ্রব্যগুলির উপর জিএসটির হার বৃদ্ধি করার প্রসঙ্গ ওঠে সেই সময়ে জিএসটি বৃদ্ধির বিপক্ষে জানায় পশ্চিমবঙ্গ, গুজরাট, দিল্লি, রাজস্থান, তামিলনাড়ুর মতো রাজ্যগুলি। এরই পরিপ্রেক্ষিতে আপাতত এই সিদ্ধান্ত বহাল করা থেকে দূরে থাকে কেন্দ্র।