নিজস্ব প্রতিবেদন : রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পড়ুয়াদের (Students) জন্য বিভিন্ন সময় নানান পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। সেরকমই এবার গ্রীষ্মের ছুটিতে (Summer Project) পড়ুয়াদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর। নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস সব পড়ুয়াদের গবেষণামুখী করে তোলার জন্য এমন সামার প্রজেক্ট (WB School Summer Project) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছর স্কুল স্তরে সামার প্রজেক্ট শুরু হয়ে যাবে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্বাধীন চিন্তাভাবনা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাবৃদ্ধি করার জন্য গরমের ছুটিতে কাজ দেওয়া হবে। সামার প্রজেক্ট থেকে যে শিক্ষা অর্জন হবে তা পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই উপকারী হবে বলে জানাচ্ছে শিক্ষা দপ্তর।
চিরাচরিত শিক্ষার পাশাপাশি হাতে-কলমে পড়ুয়াদের যাতে শিক্ষা অর্জন হয় তার জন্য সামার প্রজেক্টের ব্যবস্থা। এর পাশাপাশি এই প্রজেক্টের মধ্য দিয়ে খেয়াল রাখা হবে যাতে পড়ুয়ারা প্রকৃতির সঙ্গে আরও বেশি মিশতে পারে। এর পাশাপাশি পড়ুয়ারা যাতে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে তার দিকে নজর রাখবে সামার প্রজেক্ট।
সামার প্রজেক্টে পড়ুয়াদের যে সকল কাজ দেওয়া হবে তা সম্পর্কে শিক্ষা দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে তা হল, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের প্রকৃতি পর্যবেক্ষণ সংক্রান্ত কাজ দেওয়া হবে। পুরো এই কাজ শেষ করার জন্য তারা সময় পাবে পাঁচ থেকে সাত দিন।
সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের কোন বিজ্ঞান কেন্দ্র অথবা পেশাগত কোন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে পর্যবেক্ষণ করতে হবে। সেই প্রশিক্ষণ কেন্দ্রের পড়ুয়ারা যা শিখবে তা কাজে লাগাতে হবে।
নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাসপাতাল, ব্যাঙ্ক, গ্রন্থাগার, কলেজ বা হস্তশিল্পকেন্দ্রে গিয়ে প্রায় সপ্তাহ খানেক পর্যবেক্ষণ করতে হবে।