নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ লকডাউন এবং বন্দীদশা কাটানোর পর অবশেষে স্বাভাবিকের পথে জনজীবন। আর এই স্বাভাবিক জনজীবনের অন্যতম অঙ্গ হল যোগাযোগ ব্যবস্থা। আর এই যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ করতে শনিবার থেকে রাজ্যে চালু হলো হাবড়া থেকে চারটি রুটে দূরপাল্লার বাস পরিষেবা। যাদের মধ্যে একটি রয়েছে হাবড়া থেকে সোজা তারাপীঠ।
এদিন মোট পাঁচটি রুটে বাস পরিষেবা চালু হয়। যাদের মধ্যে চারটি রুটে চলবে সরকারি বাস এবং একটি রুটে চলবে বেসরকারি বাস। সরকারি বাসগুলি চলবে যথাক্রমে হাবড়া থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর, হলদিয়া, তারাপীঠ। বেসরকারি সংস্থার বাসটি চলবে বুরুল-সাঁতরাগাছি রুটে। এই বাসগুলি প্রতিদিন চলবে বলেই জানা গিয়েছে।
সময়সূচি সম্পর্কে জানা গিয়েছে, বিষ্ণুপুরগামী বাসটি হাবড়া থেকে ছাড়বে ভোর ৪ টে ৫০ মিনিটে। তারাপীঠগামী বাসটি হাবড়া থেকে ছাড়বে ভোর সাড়ে ৪ টে। পুরুলিয়াগামী বাসটি ছাড়বে ভোর ৫ টা ২৫ মিনিটে এবং হলদিয়াগামী বাসটি ছাড়বে সকাল ৬ টা ১০ মিনিটে।
[aaroporuntag]
ভাড়ার বিষয় জানা গিয়েছে, বিষ্ণুপুরগামী বাসের ভাড়া ১৪১ টাকা পড়বে। তারাপীঠগামী বাসের ভাড়া পড়বে ১৯২ টাকা। পুরুলিয়াগামী বাসের ভাড়া পড়বে ২৩৪ টাকা এবং ১২৫ টাকা ভাড়া পড়বে হলদিয়াগামী বাসের ক্ষেত্রে।