Bamboo Tea Cup: চা খেয়ে আর ভাঁড় ফেলার দরকার নেই! বাড়িতে আনুন আর লাগান এই সব কাজে

Prosun Kanti Das

Published on:

Have tea at Bamboo Tea Cup and bring it home: বর্তমানে পরিবেশ সচেতনতা নিয়ে মানুষ খুবই চিন্তিত। যেভাবে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী সময় মানবজাতির জন্য খুবই ভয়াবহ হতে চলেছে। তাই নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত রাখার জন্য পরিবেশকে দূষণমুক্ত করা আমাদের সকলেরই কর্তব্য। যার জন্য বাজারে ইতিমধ্যেই বেড়িয়ে গেছে ব্যাটারিচালিত বাইক, স্কুটার এমনকি ইভি ভেহিকেল রমরমিয়ে ব্যবসা করছে। মানুষের কাছে চাহিদাও বাড়ছে দিনকে দিন। সম্প্রতি পরিবেশের কথা চিন্তা করেই আনা হয়েছে বাঁশের চায়ের কাপ (Bamboo Tea Cup)।

নিশ্চয়ই আপনাদের শুনে একটু অবাক লাগছে, কিন্তু এটা একেবারেই সত্যি। বাঙালি এমন একটি জাতি যারা কিনা বাড়ির ভিতরে কিংবা বাইরের রকে সব জায়গাতেই আয়েশ করে বসে চা খেতে ভালোবাসে। ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ে কিংবা কাচের কাপে সবকিছুতেই যেনো বাঙালি এক নস্টালজিয়া জড়িয়ে আছে। চা আপনি চাইলে যেকোনো পাত্রেই খেতে পারেন কিন্তু এখন নাকি বাজারে পাওয়া যাচ্ছে বাঁশের তৈরি চায়ের কাপ যা একেবারে পরিবেশবান্ধব (Bamboo Tea Cup)।

বাঙালি জাতি এমনিতেই চায়ের কাপে তুফান তুলতে পারে। তবে সম্প্রতি যে বাঁশ দিয়ে তৈরি চায়ের কাপ বেরিয়েছে তাতে চা খেয়ে কখনোই কিন্তু ফেলে আসবেন না। বরং বাড়িতে নিয়ে আসবেন নিজের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে। বহরমপুরের কিছু যুবক নিজেদেরকে স্বর্নিভর করতে গরম গরম বিভিন্ন চা বিক্রি করছেন। তবে পরিবেশ রক্ষা করার জন্য বাঁশের কাপে বিক্রি হচ্ছে এই চা (Bamboo Tea Cup)।

আরও পড়ুন 👉 Last Tea Stall: দেশের শেষ চায়ের দোকান, চা খেতে দিতে হয় লাইন, বেচাকেনা শুনলে চমকে উঠবেন

জানেন কি এই কাপের দাম কত? শুনলে অবাক হবেন আপনিও। এর দাম হলো ৮০ টাকা। মজার ব্যাপার হল এই কাপে চা খেয়ে ক্রেতারা সেই কাপ বাড়িতে নিয়ে যাচ্ছে। পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য চায়ের কাপ হিসেবে দেখা যাচ্ছে মাটির কাপ, কাগজের কাপ, কখনও বা বিস্কুটের কাপ। তবে বাজারে সবথেকে চাহিদা বেশি এই বাঁশের কাপের (Bamboo Tea Cup)। বাঁশের কাপ সঙ্গে তন্দুরী চা, কিংবা খেতে পারেন নলেন গুড়ের চা এমনকি ফায়ার টি।

জেনে রাখুন বাঁশ হল এমন একটি জিনিস যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন – ঝুড়ি, লাঠি, আসবাবপত্র তৈরিতে ভীষণ কার্যকরী, পাশাপাশি বাঁশের তৈরি জলের বোতল, হস্তশিল্পের জিনিসপত্র, গয়না, ল্যাম্প সেটের মত জিনিসপত্রও তৈরি করা যায়। বাঁশের তৈরি চা খাওয়ার পাত্র রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। তবে অবশ্যই চা খেয়ে সেটা বাড়ি নিয়ে গিয়ে যেকোন জিনিসের জন্য ব্যবহার করতে পারেন।