HDFC Fixed Deposit: শুধু FD-র সুদ নয়, এবার সুদের উপরও মিলবে বাড়তি সুদ! দুর্দান্ত সুবিধা দিচ্ছে HDFC

HDFC Fixed Deposit: এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য নিয়ে এলো খুশির খবর। প্রবীণ নাগরিকদের জন্য চালু করা বিশেষ একটি ফিক্স ডিপোজিট (HDFC Fixed Deposit) প্রকল্প চালু রয়েছে এইচডিএফসি ব্যাংকে। সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্স ডিপোজিট নামের এই প্রকল্পে বিনিয়োগ করার মেয়াদ বাড়ানো হয়েছে ১৫ই এপ্রিল অব্দি। এই প্রকল্পে ৫ কোটি টাকার কম টাকা বিনিয়োগ করে প্রতি মাসে বা প্রতি তিন মাস অন্তর সুদের টাকা হাতে পেতে পারেন আমানতকারীরা।

প্রকল্পটি (HDFC Fixed Deposit) বন্ধ হয়ে যাবার কথা ছিল। কিন্তু ব্যাংকের তরফ থেকে প্রকল্পের সময়সীমা বাড়িয়ে ১৫ই এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে গেলে ন্যূনতম সময় ধার্য করা হয়েছিল ১২০ মাস বা ১০ বছর। বিনিয়োগ করার ৫ বছর ১ দিন পর থেকে সুযোগ-সুবিধা পেতে শুরু করবেন আমানতকারীরা। যদি কোন আমানতকারী সুদের টাকা মাসে মাসে তুলে নেন তাহলে তিনি তা ডিসকাউন্ট রেটে পাবেন যার পরিমাণ স্ট্যান্ডার্ড রেটের তুলনায় অনেক বেশি।

এই প্রকল্প থেকে সর্বোচ্চ সুদ পেতে পারেন বিনিয়োগকারী। সিনিয়র সিটিজেন কেয়ার ফিক্সড ডিপোজিট (HDFC Fixed Deposit) স্কিমে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে সুদের হার ধার্য করা হয়েছে ০.৫ শতাংশ। এছাড়াও এই প্রকল্পের আওতায় থাকা আমানতকারীদের ০.২৫ শতাংশ অতিরিক্ত সুদ দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। ১৫ই এপ্রিল ২০২৪ অব্দি বেশ কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা চালু থাকবে এই স্কিমে। যার ফলে এপ্রিল অব্দি এই স্কিম থেকে ০.৭৫ শতাংশ সুদ পেতে পারে আমানতকারী।

আরও পড়ুন 👉 Credit Card Rules Change: HDFC, Axis, ICICI তিন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল, এবার খসবে বেশি টাকা

প্রকল্পটিতে (HDFC Fixed Deposit) ন্যূনতম ৫০০০ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা অব্দি বিনিয়োগ করতে পারবেন যেকোনো আমানতকারী। বিনিয়োগকারির বয়স অবশ্যই ৬০ এর বেশি হতে হবে। বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। যাদের আগে থেকে এই প্রকল্পে বিনিয়োগ করা রয়েছে তারাও এই প্রকল্পের নতুন সুযোগ সুবিধা পেতে পারবেন। নতুন করে ফিক্স ডিপোজিট রিনিউ করার সময় এই সুযোগ-সুবিধা তাদের প্রকল্পের সাথে যুক্ত হয়ে যাবে বলে জানিয়েছে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ।

এই প্রকল্পে (HDFC Fixed Deposit) বিনিয়োগ করলে প্রিম্যাচিউর উইথড্রয়ালের সুযোগ সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। অর্থাৎ ম্যাচুরিটি হবার নির্দিষ্ট সময়সীমার আগেই আপনি চাইলে ফিক্স ডিপোজিটি ভেঙ্গে টাকা তুলে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে সুদের হার ১ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শুধু এইচডিএফসি নয় এসবিআই ব্যাংক ও তাদের উইকেয়ার সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিমের সময়সীমা বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর অব্দি ধার্য করেছে। ব্যাপক জনপ্রিয়তার কারণে এই সময় সীমা বাড়ানো হয়েছে এসবিআই ব্যাংকের তরফ থেকে। এই নিয়ে ৪ বার এই নির্দিষ্ট প্রকল্পের সময়সীমা বাড়ানো হলো। তা থেকেই অনুপ্রাণিত হয়ে এইচডিএফসি ব্যাংক নিজেদের প্রকল্পের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।