HDFC Bank: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের আসছে বড় খবর, বড় সম্মতি দিল RBI

Prosun Kanti Das

Published on:

Advertisements

HDFC Bank is going to get shares of 6 banks: RBI এর অনুমতি পেয়ে HDFC ব্যাঙ্ক (HDFC Bank) এবার পেতে চলেছে ৬ টি ব্যাঙ্কের শেয়ার। এর আগে ৯.৫০ শতাংশ শেয়ার কেনার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল HDFC ব্যাঙ্কের মূল গ্রুপ অর্থাৎ এইচডিএফসি ব্যাঙ্ক গ্রুপ। এবার বেসরকারি খাতের বৃহত্তম ব্যাঙ্ক HDFC র সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এর এই সম্মতির ফলে ব্যাঙ্কিং সেক্টরে HDFC ব্যাঙ্কের দখল আরো শক্ত হল। এর প্রভাব পড়েছে আবার শেয়ার বাজারেও।

Advertisements

এইচডিএফসি (HDFC Bank) গ্রুপকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট ৬ টি ব্যাঙ্ক অর্থাৎ ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ৯.৫০ শতাংশ শেয়ার কেনার অনুমতি দিয়েছে। HDFC ব্যাঙ্কের তরফ থেকেও এই বিষয়টি স্পষ্ট ভাবে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে জানা গেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের দেওয়া এই অনুমোদন শুধুমাত্র ১ বছরের জন্য বৈধ হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি এইচডিএফসি ব্যাঙ্ক চুক্তি সম্পূর্ণ না করে সে ক্ষেত্রে এই অনুমোদন বাতিল করা হবে।

Advertisements

এই খবর সামনে আসার পর থেকে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) গ্রাহকদের মধ্যে নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। সেই সঙ্গে আবার ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ইত্যাদি ব্যাঙ্ক এর গ্রাহকরা। তবে এক্ষেত্রে ব্যাঙ্ক গুলির গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই বলেই জানা গেছে। কারণ ব্যাঙ্কের অভ্যন্তরীণ এই পরিবর্তন ব্যাঙ্কিং কাজকর্ম ও গ্রাহকদের পরিষেবার উপর কোনো রকম প্রভাব বিস্তার করবে না বলেই নিশ্চিত ভাবে জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? HDFC Bank New FD Rated: HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর, বাড়ল FD-তে সুদের হার, দেখে নিন নতুন রেট

এদিকে মঙ্গলবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক এর তরফ থেকে HDFC ব্যাঙ্কের এই অনুমোদন লাভের বিষয়টি প্রকাশ্যে আসতেই চড়ছে শেয়ার বাজারের পারদ। এদিন সকালেই ইয়েস ব্যাঙ্কের শেয়ারে ১০ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। পরবর্তী আপডেট অনুসারে দেখা যাচ্ছে সকাল ৯:৪৯ এ ইয়েস ব্যাঙ্কের শেয়ার ১০.৩১% বেড়ে ২৫ টাকা ১৫ পয়সায় লেনদেন হয়। দিনের শেষে এই বৃদ্ধি ছাড়ায় ১১ শতাংশের দোরগোড়ায়। যদিও এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার এদিন ০.০৯০% কমেছে।

অন্যদিকে HDFC গ্রাহকদের জন্য বিশেষ সুখবর ও আছে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অর্থাৎ এই এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। সাধারণত ২ কোটি টাকার উপর থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত ফিক্স ডিপোজিট থাকা অ্যাকাউন্টকে বাল্ক এফডি অ্যাকাউন্ট বলা হয়। এই ধরনের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রেই সুদের হার বৃদ্ধি করেছে এই ব্যাঙ্ক।

Advertisements