Heatwave Alert South Bengal: ৯ জেলায় জারি হল তাপপ্রবাহের সর্তকতা! কবে মিলবে মুক্তি, জানাল হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসের ১ তারিখ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বোচ্চ তাপমাত্রা ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। বেশ কিছু জেলায় এমন পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে যে দুপুরবেলায় বের হওয়া মুশকিল। তবে এখানেই শেষ নয়, কেননা এবার তাপপ্রবাহের সতর্কতা জারি (Heatwave Alert South Bengal) করল হাওয়া অফিস (IMD)।

গতকাল অর্থাৎ সোমবার হাওয়া অফিসের তরফ থেকে মূলত তিন দিনের জন্য পাঁচ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছিল। তবে সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আরও একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হলো। এর পাশাপাশি এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে সেই বিষয়েও হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে মঙ্গলবার কি কি আপডেট দিল চলুন দেখে নেওয়া যাক।

হাওয়া অফিসের তরফ থেকে লেটেস্ট যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। যে তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেই তিন জেলা হলো পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাগুলির পরিস্থিতি থাকবে উষ্ণ। কোথাও কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন 👉 Election in Darjeeling: ভোটার মাত্র ১০৫! এই জায়গায় ভোট করাতে যেতে হাজার কাঠখড় পোড়াতে হয় ভোটকর্মীদের

বৃহস্পতিবার তাপপ্রবাহ আরও বেশ কিছু জেলার মধ্যে ছড়িয়ে পড়বে। ঐদিন যে সকল জেলায় তাপপ্রবাহের সর্তকতা দেওয়া হয়েছে সেই সকল জেলাগুলি হল পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও স্বস্তিদায়ক থাকবেনা। এছাড়াও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির কোনরকম সম্ভাবনা নেই। শুক্রবার ৯ জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। যে সকল জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। অন্যান্য জেলাগুলিতেও পরিস্থিতি উষ্ণ থাকবে, তবে একেবারে শুষ্ক ভাব ছড়িয়ে ওই দিন থেকে কিছুটা হলেও আবহাওয়া আদ্র হবে।

আগামী ৫ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত কোন জেলাতেই স্বস্তির খবর নেই এবং তাপপ্রবাহের সর্তকতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। হাওয়া অফিসের তরফ থেকে অনুমান করা হচ্ছে, ৬ এপ্রিল অর্থাৎ শনিবার পরিস্থিতিতে কিছুটা হলেও বদল আসতে পারে। কেননা ঐদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।