Heavy Rainfall Alert: নিম্নচাপের চোখ রাঙানি, মৌসুমী অক্ষরেখার প্রভাব, আজ থেকে বাজার কাঁপাবে তুমুল বৃষ্টি ১০ জেলায়

Madhab Das

Published on:

Advertisements

মাধব দাস : গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার ফলে নদ, নদী, নালা, জলাশয় সব টইটম্বুর। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে আর সেই প্লাবিত হওয়ার ঘটনায় বৃষ্টি ছেড়ে এখন পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছেন বাসিন্দারা। কিন্তু এখনই বৃষ্টি থেকে মুক্তি মিলবে না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ১০ জেলা আজ অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বৃষ্টিতে কাঁপবে। কিছু কিছু জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস (Heavy Rainfall Alert) রয়েছে।

Advertisements

মূলত নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দুই বঙ্গে এমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। আগামী কয়েকদিন গোটা রাজ্য জুড়েই দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের এমন সর্তকতা মেনে আগামী কয়েক দিন রাজ্যবাসীদের চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisements

আবহাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে, বিহার থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। আর এর ফলেই মৌসম ভবন জানিয়েছে, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও অসম ছাড়াও বেশ কিছু রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ আরও অনেক বেশি থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Bangladesh Viral Video: হাসিনার শাড়ি পরিয়ে বউকে প্রধানমন্ত্রী করবেন! বিশাল সখ নিয়ে ট্রলি মাথায় ভাইরাল যুবক

উত্তরবঙ্গের আবহাওয়া: প্রথমেই যদি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জন্য কোনরকম সর্তকতা জারি নেই। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে এবং এই সকল জেলায় মঙ্গলবার ৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বুধবার ও বৃহস্পতিবার হলুদ সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। এই সকল জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলির ক্ষেত্রে কোন সতর্কতা নেই। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকি জেলাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোন জেলাতেই কোনো রকম সর্তকতা জারি করা হয়নি। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisements