বঙ্গোপসাগরে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণাবর্ত! নিম্নচাপের জেরে দুর্যোগের আশঙ্কা এই সকল জায়গায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এসবের জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা এখন প্লাবিত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের সব জায়গায় এবার সমানভাবে বৃষ্টির (Rain) দাপট দেখা যায়নি। কোন কোন জায়গায় অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে, আবার কোন কোন জায়গায় অনাবৃষ্টির ফলে খরা পরিস্থিতি। ঠিক যেমন অতিবৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গ থেকে দিল্লি সহ বিভিন্ন জায়গা। আবার অনাবৃষ্টিতে শুকিয়ে খটখটে অবস্থা দক্ষিণবঙ্গের। এসবের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মাথাচাড়া দেওয়া এবং নিম্নচাপ তৈরি হওয়ার কথা জানানো হওয়া অফিস (Weather Office)।

বুধবার আবহাওয়া সংক্রান্ত একটি বুলেটিনে IMD জানিয়েছে, উত্তর পশ্চিমবঙ্গোসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ তৈরি হওয়ার পাশাপাশি ধাপে ধাপে তা আরও শক্তি সঞ্চয় করছে। এই নিম্নচাপ এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে। এই নিম্নচাপের প্রভাবে দুই রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হল পশ্চিমবঙ্গের এর প্রভাব কতটা পড়বে?

হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে একটি জোরালো ঘূর্ণাবর্ত্য তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আর তার থেকেই জোরালো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে ইতিমধ্যে উড়িষ্যার দক্ষিণ উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যার এই সকল উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং মুষলধারে বৃষ্টি হবে। ২৭ এবং ২৮ জুলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার কোরাপুট, নবরঙ্গপুর, কালাহান্ডি, নুয়াপদা, বলঙ্গির, সোনেপুর, বারদড়, সমবলপুর, ঝারসুগুডা, সুন্দরগড়, দেওঘর, অঙ্গুল, কেওনঝড়, বালেশ্বর, সুন্দরগড়, বারগড়, ঝারসুগুডা, দেওঘর, কেওনঝড়, ময়ূরভঞ্জ এবং ভদ্রকে।

এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গেও। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ড, পঞ্জাব, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, সিকিম, ওডিশা, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, অন্ধ্র প্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানায়।