UPI Payment: টাকা ট্রান্সফার থেকে রিচার্জ, UPI ট্রানজ্যাকসন করার আগে খেয়াল রাখতে হবে এই ৫ জিনিস

Here are 5 things to keep in mind before making UPI Payment: সাম্প্রতিক সময়ে ভারত তথা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ইউপিআই পেমেন্টের (UPI Payment) সুবিধা। হাতে নগদ টাকা না থাকলেও QR কোডের মাধ্যমে যেকোনো জায়গাতেই পেমেন্ট হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন বর্তমানে বড় বড় শপিং মল থেকে শুরু করে মুদিখানা বাজার সমস্ত কেনাকাটার জায়গাতেই ইউপিআই পেমেন্টের সুবিধা রয়েছে। কিন্তু সুবিধা থাকলেও পেমেন্ট করতে গিয়েই দেখা যাচ্ছে না না সমস্যা। কিভাবে কোথা থেকে সমস্যা হচ্ছে তা বুঝতে পারছে না। আজকের এই প্রতিবেদনে সেই সমস্যা থেকে মুক্তির উপায় জানানো হয়েছে। UPI পেমেন্ট করার আগে এই ৫ জিনিস চেক করে নিলে আর পেমেন্টে কোনো সমস্যা তৈরি হবে না। আসুন সেই ৫ বিশেষ দিক সম্পর্কে জেনে নেওয়া যাক।

ইন্টারনেট কানেকশন

ইউপিআই পেমেন্ট (UPI Payment) করার আগে সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন চেক করে নিতে হবে। দেখতে হবে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা। অনেক সময় ইন্টারনেট ডাউন থাকার ফলে UPI পেমেন্টে সমস্যা দেখা দেয়। পেমেন্ট হয় না। অবশ্যই পেমেন্টের আগে এইদিকে খেয়াল রাখুন।

UPI পিন

কখনো কখনো UPI পেমেন্ট করার সময় তাড়াহুড়োর কারণে বা অন্যমনস্কতার কারণে UPI পিন ভুল টাইপ করা হয়ে যায়। যার ফলে পেমেন্ট হয় না। তাই অনলাইন পেমেন্ট করার সময় অবশ্যই পিন সঠিকভাবে লিখতে হবে এবং লেখার পর ভালোভাবে চেক করে নিতে হবে। তাহলে পেমেন্টে কোন সমস্যা তৈরি হবে না।

ব্যাঙ্ক সার্ভার ডাউন

আরও পড়ুন 👉 Paytm UPI: চিন্তার দিন শেষ করলো NPCI, ব্যবহার করা যাবে Paytm-র এই জনপ্রিয় পরিষেবা

ইন্টারনেট কানেকশন ঠিক আছে, UPI পিনও ঠিক দিচ্ছেন কিন্তু তাতেও পেমেন্ট হচ্ছে না? এর কারণ হলো ব্যাঙ্ক সার্ভার ডাউন। মাঝেমধ্যে অনলাইন পেমেন্টের সময় ব্যাঙ্ক সার্ভার ডাউন থাকলে পেমেন্ট আটকে যায়। তবে এই সমস্যার সমাধান হলো একাধিক অ্যাকাউন্টের সাথে ইউপিআই সংযুক্ত করা। এক্ষেত্রে একটি অ্যাকাউন্টে অনলাইন পেমেন্টে ব্যাঙ্ক সার্ভার ডাউন থাকলে অন্য অ্যাকাউন্ট থেকে সহজেই UPI পেমেন্ট করা যাবে।

UPI পেমেন্ট সীমা

অনেক সময় পেমেন্টের দৈনিক সীমা শেষ হয়ে গেলেও আমাদের মাথায় থাকে না। যার ফলে ইউপিআই পেমেন্ট করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই অনলাইন পেমেন্ট করার আগে অবশ্যই UPI পেমেন্ট সীমা চেক করে পেমেন্ট করতে হবে।

UPI লাইট অ্যাপ

সমস্যাহীনভাবে ইউপিআই পেমেন্ট (UPI Payment) করতে চাইলে ব্যবহার করুন ইউপিআই লাইট অ্যাপ। এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন, ব্যাঙ্ক সার্ভার সার্ভার কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে ৪০০০ টাকার বেশি পেমেন্ট করা যায় না।