Gas Burner Cleaning Tips: চুটকিতে ঝাঁ চকচকে হয়ে যাবে রান্নার গ্যাস ওভেনের বার্নার! শুধু করতে হবে এই কাজ

Here are the tips for cleaning gas burners with household ingredients: আমাদের প্রত্যেকদিনের কাজকর্মের অন্যতম একটি কাজ হলো খাওয়া-দাওয়া। যার জন্য তার আগে থেকে বিভিন্ন সামগ্রী বাজার থেকে কিনে রান্নার জন্য প্রস্তুতিকরণ শুরু হয়। আর এই রান্না করার অন্যতম একটি জিনিস হল গ্যাস-ওভেন। পূর্বে উনানে রান্না করা হলেও বর্তমানে উনান প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। সব বাড়িতেই গ্যাসের ওভেনে রান্না হয়। কিন্তু এই গ্যাসে রান্নার একটি সমস্যা হল দীর্ঘ সময় রান্নার পর ওভেনের আঁচ কমে যাওয়া। কারণ কি? কারণ হলো ওভেনে তেল ময়লা পড়া। যার কারণে গ্যাস বার্নার থেকে ভালো আঁচ আসে না। রান্না হতেও দেরি হয়। তবে অনেকেই এই তেল ময়লা বার্নার থেকে তুলতে ভয় পায়। কারণ তাদের মতে বার্নার থেকে এই নোংরা তোলা অনেক কঠিন। কিন্তু না, খুব সহজেই দূর হবে বার্নারের ময়লা। যার জন্য জানতে হবে ঘরোয়া উপায় (Gas Burner Cleaning Tips)। আসুন সেই টিপসগুলি জেনে নেওয়া যাক গ্যাস বার্নারের ময়লা দূরীকরণের উপায়।

লেবুর রস ও বেকিং সোডা

আমাদের রান্নাঘরের অন্যতম ২ উপকরণ হলো লেবু এবং বেকিং সোডা। যা গ্যাস বার্নারের ময়লা পরিষ্কারে দারুন কার্যকরী। কি করতে হবে? প্রথমে গরম জল করে তাতে দু চামচ বেকিং সোডা এবং লেবুর রস দিতে হবে। তারপর তা মিশিয়ে নিয়ে তাতে দুটি গ্যাস বার্নার ঘন্টাখানেক চুবিয়ে রাখতে হবে। তারপর তা তুলে ব্রাশ দিয়ে ঘষামাজা করলে বার্নার দুটি চকচকে হয়ে যাবে এবং সব ময়লা ম্যাজিকের মত উড়ে যাবে।

হার্পিক

শুধু বাথরুম বা টয়লেট রুম পরিষ্কার নয়, গ্যাস ওভেন ও বার্নার পরিষ্কারে (Gas Burner Cleaning Tips) ম্যাজিকের মতো কাজ করে হার্পিক। এর জন্য প্রথমে গ্যাস বার্নারে হার্পিক ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর তা ব্রাশ দিয়ে ঘষলে সমস্ত নোংরা আবর্জনা উঠে যাবে। বার্নারের ফুটোগুলি পরিষ্কার হয়ে যাবে এবং তা দিয়ে পূর্বের মতো আঁচ আসবে।

তেঁতুল ও ডিটারজেন্ট

গ্যাস বার্নার পরিষ্কার করতে গরম জলে তেঁতুল ও ডিটারজেন্ট মেশান। তারপর তাতে ডুবিয়ে দিন দুটি গ্যাস বার্নার। ১ ঘন্টা রেখে ব্রাশ দিয়ে ঘষলে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যাবে গ্যাস বার্নারে জমা তেল মশলা।

আরও পড়ুন 👉 Switchboard Cleaning Remedies: নিমেষে উঠে যাবে সুইচ বোর্ডে কালো কুচকুচে দাগ! শুধু করতে হবে একটি কাজ

ইনো ও ডিটারজেন্ট

গ্যাস বার্নারের ময়লা দূরীকরণে (Gas Burner Cleaning Tips) ইনো ও ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। তার জন্য গরম জল করুন এবং ইনো ও ডিটারজেন্ট মিশিয়ে আধঘন্টা বার্নার দুটি জলে চুবিয়ে রাখুন। তারপর তা তুলে নিয়ে পাতিলেবুর খোসার সাথে নুন নিয়ে ওভেনের ফুটোগুলি ঘষামাজা করলেই সমস্ত ময়লা গায়েব হয়ে যাবে।

ভিনিগার

রান্নায় ব্যবহার করা ভিনিগার যে বার্নারের ময়লা দূর করতে পারে তা কি জানেন? হ্যাঁ, এই ভিনিগার দিয়েও ম্যাজিকের মতো দূর হয়ে যায় বার্নারে জমে থাকা তেল মশলা। কি করতে হয়? গরম জলে কয়েক ফোঁটা ভিনঃগার দিয়ে বার্নার দুটি চুবিয়ে রাখতে হয়। কিছুক্ষণ পর সেই বার্নারগুলি ব্রাশ দিয়ে ঘষাঘষি করলে সমস্ত ময়লা উঠে যায়।