দেশজুড়ে চালু হয়ে গেল ১৫টি বন্দে ভারত, কোন কোন রুটে, দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) স্বপ্নের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ট্রেনটি। ট্রেনটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে। ভারতীয় রেল এবং কেন্দ্র সরকারের স্বপ্ন হল খুব তাড়াতাড়ি এই ট্রেন দেশের সব জায়গায় পৌঁছে দেওয়ার। সেইমতো রেলের তরফ থেকে প্রতিনিয়ত কাজ চালানো হচ্ছে।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের ১৫টি রুটে চলাচল করছে। ১৫টি রুটের মধ্যে দুটি রুট রয়েছে পশ্চিমবঙ্গে। একটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং অন্যটি হাওড়া থেকে পুরী যাতায়াত করে। বাকি যে ১৩ টি বন্দে ভারত যাতায়াত করছে সেগুলির রুট কী? দেখে নেওয়া যাক বাকি ১৩টি বন্দে ভারতের রুট।

Advertisements

নয়া দিল্লি-বারাণসী-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস : ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়।

Advertisements

নয়া দিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা-নয়া দিল্লি (জম্মু-কাশ্মীর) বন্দে ভারত এক্সপ্রেস : মঙ্গলবার ছাড়া সপ্তাহে ৬ দিন এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলে।

গান্ধীনগর-মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস : ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেনটি যাতায়াত করে।

নয়া দিল্লি-হিমাচল প্রদেশ-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস : শুক্রবার ছাড়া বাকি সবদিন চলে এই ট্রেনটি।

চেন্নাই-মাইসুরু-চেন্নাই বন্দে ভারত এক্সপ্রেস : বুধবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলে এই ট্রেনটি।

নাগপুর-বিলাসপুর-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস : এই ট্রেনটি যাত্রী সংখ্যা কম হওয়ার গত ১৪ মে থেকে আপাতত বন্ধ রাখা হয়েছে। সেই জায়গায় তেজস এক্সপ্রেস চলছে।

সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তম-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস : রবিবার বাদে সপ্তাহের প্রতিদিন এই ট্রেনটি চলে।

মুম্বই-সোলাপুর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস : বুধবার বাদে সপ্তাহের বাকি দিনগুলি এই ট্রেনটি চলে।

মুম্বই-সিরডি-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস : মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিন চলে এই ট্রেনটি।

দিল্লির হজরত নিজামুদ্দিন-ভোপালের রানি কমলাপতি স্টেশন-দিল্লির হজরত নিজামুদ্দিন বন্দে ভারত এক্সপ্রেস : ভোপাল থেকে দিল্লি এবং দিল্লি থেকে ভোপাল যাতায়াত করে ট্রেনটি।

আজমের-দিল্লি-আজমের বন্দে ভারত এক্সপ্রেস : এই ট্রেনটি বুধবার ছাড়া প্রতিদিন যাতায়াত করে।

হজরত নিজম্মুদিন-রানী কমলাপতি-হজরত নিজম্মুদিন বন্দে ভারত এক্সপ্রেস : শনিবার বাদে প্রতিদিন যাতায়াত করে।

সেকেন্দ্রাবাদ-তিরুপতি-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস : মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন ট্রেনটি যাতায়াত করে।

Advertisements