Heritage special steam engine: নতুন ট্রেন চালু করছে ভারতীয় রেল! নাম হবে হেরিটেজ স্পেশাল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railway is going to launched Heritage Special Train: যাত্রীদের জন্য ভারতীয় রেল নতুন ধরনের ট্রেন চালু করলো। এটি হবে একটি বিশেষ ট্রেন যা সমস্ত দেশে হেরিটেজ রুটে চালানো হবে এমনটাই বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি শনিবার এই বিশেষ ট্রেনের (Heritage special steam engine) কথা ঘোষণা করেছেন। রেলওয়ে এগুলোকে হেরিটেজ স্পেশাল ট্রেন বলে গণ্য করবে। কবে এই সিদ্ধান্ত নেওয়া হয়? রেলমন্ত্রী যখন চেন্নাইয়ের এমজিআর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে স্টিম লোকো ট্রেন হিসেবে পরিবর্তিত একটি ট্রেন পরিদর্শন করেন তারপর এই ঘোষণা করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরো জানান যে, ঐতিহ্যবাহী রুটে এই ধরনের বিশেষ ট্রেন চালু করা হবে।

Advertisements

ভারতীয় রেল সবসময় যাত্রীদের উন্নত পরিষেবা দেবার চেষ্টা করেছে এবং যত দিন যাচ্ছে তা আরো উন্নত হচ্ছে। রেলের অসাধারণ পদক্ষেপ হলো আধা উচ্চ গতির বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের দ্বারা দেশের সকল বড় শহরগুলিকে যুক্ত করার পরিকল্পনা করেছিল রেল কর্তৃপক্ষ। এছাড়াও ছোট শহরগুলিকে যুক্ত করতে বন্দে মেট্রো এবং বড় যাত্রার জন্য বন্দে ভারত স্লিপার আনা হচ্ছে। ঠিক একই সময় দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজও চলছে। হেরিটেজ ট্রেনের উদ্যোগ সত্যি অভিনব (Heritage special steam engine)।

Advertisements

সম্প্রতি ভারত সরকার জনগণের জন্য আনতে চলেছে বড় রকমের চমক। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ২৪টি ই5 বুলেট ট্রেনের টেন্ডারের ঘোষণা করেছে। এর মূল উদ্দেশ্য হলো কলকাতা, দিল্লি ও চেন্নাইকেও বুলেট ট্রেনের মাধ্যমে সংযুক্ত করা। বুলেট ট্রেনগুলোর গতিবেগ হবে ঘণ্টায় ৩৫০ কিমি। আপনি ভাবতেও পারছেন না ভারতীয় রেল আগামী দিনগুলোতে কতটা উন্নত হতে চলেছে। এছাড়া বুলেট ট্রেনে থাকবে ১০টি কোচ এবং প্রতিটি ট্রেন ৬৫০ জন যাত্রীকে পরিষেবা দিতে পারবে বলে জানা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাষ্পচালিত হেরিটেজ ট্রেন (Heritage special steam engine) যাত্রীদের কাছে উপরি পাওয়া।

Advertisements

শুধুমাত্র ভারতীয় রেল পর্যটনের দিকে খেয়াল রাখার জন্য একাধিক বিশেষ ট্রেন আনছে। এতে পর্যটকদের জন্য বাড়তি সুবিধা হবে। (Heritage special steam engine) স্টিম লোকো ট্রেনগুলিও যার মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন যে, এই ট্রেনগুলি পর্যটনকে আরও বেশি গ্রোথ আনতে সাহায্য করবে। দেশের সামগ্রিক বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।

সম্প্রতি ভারতীয় রেলওয়ে বিরাট এক চমকপ্রদ ঘোষণা করেছে, এসি চেয়ার কার এবং বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৫ শতাংশ পর্যন্ত কমানো হবে। ভাড়ার ওপর নির্ভর করবে প্রতিযোগিতামূলক পরিবহন ব্যবস্থা। এছাড়া রেল মন্ত্রক এসি সিটিং এবং ট্রেনে ছাড়কৃত ভাড়ার স্কিম চালু করার জন্য রেলওয়ে জোনের প্রধান প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপকদের ক্ষমতা হস্তান্তর করার কথা ঘোষণা করেছেন। রেলওয়ে বোর্ড জানিয়েছে যে, ভাড়ার নতুন এই স্কিমটি এসি চেয়ার কার এবং অনুভূতি এবং ভিস্তাডোম কোচ সহ এসি সিটিং আবাসন সহ সমস্ত ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রেই কার্যকরী হবে।

Advertisements