নিজস্ব প্রতিবেদন : ‘কারার ওই লৌহ কপাট’ নজরুল গীতির রিমেক করে বাঙ্গালীদের রোষানলে অস্কারজয়ী সুরকার এ আর রহমান (A R Rahman)। পিপ্পা সিনেমায় এই গান ব্যবহার করতে চেয়েছিলেন নির্মাতারা। তবে গানটি ব্যবহার করার অনুমতি পেলেও তারা যে এইভাবে গানটি ব্যবহার করবেন তা রীতিমতো অবিশ্বাস্য হয়ে দাঁড়িয়েছে বাঙ্গালীদের কাছে। এপার বাংলার পাশাপাশি এখন এই গানের রিমেক নিয়ে ক্ষুব্ধ ওপার বাংলার মানুষেরাও।
এ আর রহমানের এমন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যখন এপার বাংলা এবং ওপার বাংলার মানুষেরা নিন্দার ঝড় বয়ে দিচ্ছেন ঠিক সেই সময়ই এর বদলা নিলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলম (Hero Alom)। তিনি বদলা নিয়েছেন মূলত এ আর রহমানের বিখ্যাত গান ‘জয় হো’র পিণ্ডি চটকে। অন্য কোন ক্ষেত্রে হিরো আলম এমন কাজ করলে হয়তো তার বিরুদ্ধে ক্ষোভে ফেটে উঠতেন সোশ্যাল মিডিয়ার নাগরিকরা। তবে এবার হয়েছে উল্টোটা।
নজরুল গীতি বিকৃত করার পাল্টা হিসাবে হিরো আলম যেভাবে জয় হো গানকে নিজের মতো করে গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তাতে রীতিমতো উচ্ছ্বসিত এপার বাংলা এবং ওপার বাংলার অধিকাংশ বাঙালীরা। হিরো আলমের এমন কর্মকাণ্ডের পর অনেকেই মন্তব্য করেছেন, যেমন ‘বুনো ওল, তেমন বাঘা তেঁতুল’। আবার অনেকেই একটু কদর্য ভাষায় লিখেছেন ‘যেমন কুকুর, তেমন মুগুর’।
অন্যদিকে এই গানটি পোস্ট করার সময় হিরো আলম তার সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন, ‘এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করে গান গাইলাম।’ হিরো আলম যেখানে বারবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গান গেয়ে দর্শকদের কাছে গালিগালাজ খেয়ে থাকেন, তিনি আজ এমন এ আর রহমানের গান গেয়ে রীতিমতো অন্যতম প্রশংসনীয় মুখ হয়ে উঠেছেন।
ওপার বাংলার সোশ্যাল মিডিয়া তারকা হিরো আলমের এই গান এখন ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলার বড় বড় সেলিব্রেটিদের নজরেও এসেছে। তারাও হিরো আলমের প্রশংসায় এখন পঞ্চমুখ। অন্যদিকে হিরো আলম এই গান পোস্ট করে মাত্র কয়েক ঘণ্টায় যেভাবে ভিউ টেনে নিয়েছেন তাও নজরে পড়ার মতো।