‘রেল বাজেটে রেকর্ড বরাদ্দ পেয়েছে বাংলা’, পরিমাণ জানালেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় বাজেটের পাশাপাশি ঘোষণা হয়েছে রেল বাজেট। আর এই রেল বাজেটে বাংলা রেকর্ড বরাদ্দ পেয়েছে বলে দাবি করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বরাদ্দের পরিমাণ তুলে ধরার পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেলের বিভিন্ন প্রকল্পের দেরী হওয়ার কারণ হিসেবে রাজ্যকেই দোষারোপ করেছেন।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, “আজ পর্যন্ত কোন রেল বাজেটে বাংলা এত পরিমাণ টাকা বরাদ্দ পায়নি। বরাদ্দের পরিমাণ ৬৬৩৬ কোটি টাকা।” রেলমন্ত্রী জানিয়েছেন, “২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত বাজেটের আড়াই গুণ এবং ২০২০-র বাজেটের তুলনায় ২৬ শতাংশ বেশি বরাদ্দ পেয়েছে পশ্চিমবঙ্গ।” আর এই বরাদ্দ টাকার পরিমাণ জানানোর পাশাপাশি তিনি রাজ্যে কি কি প্রকল্প চলছে তাও জানান।

প্রকল্প সম্পর্কে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৩ টি প্রকল্প চলছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডবল লাইন। পশ্চিমবঙ্গে ৪৪৬৩ কিলোমিটার ডবল লাইন তৈরি করার কাজ চলছে। আর এই কাজের জন্য ৪৮২৭৫ কোটি টাকা খরচ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে জমি জটের কারণে ৩৪ টি প্রকল্পে বেশি অর্থ বরাদ্দ করা হয়নি।”

প্রকল্পের সংখ্যা এবং বরাদ্দ অর্থের পরিমাণ ঘোষণার পাশাপাশি রেলমন্ত্রী পীযূষ গোয়েল এটাও জানান, “পশ্চিমবঙ্গে এমন কিছু প্রকল্প রয়েছে যা ৪৫ বছর ধরে শেষ করা যায়নি। যে সকল প্রকল্পগুলি শেষ হতে দেরি হচ্ছে তার জন্য দায়ী রাজ্য সরকার। প্রথমে বাম সরকার এবং বর্তমানে তৃণমূল সরকার এর জন্য দায়ী। রাজ্য সরকারের জন্যই আমাদের জমি পেতে সমস্যা হচ্ছে।”