Hindu Population in Pakistan: ভারতে কমলেও পাকিস্তানে উল্টো ছবি, রাতারাতি বাড়লো হিন্দু জনসংখ্যা

Prosun Kanti Das

Published on:

Although the Hindu population in India has decreased, the number of Hindus in Pakistan has increased: একদিকে জনসংখ্যা হ্রাস তো অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, এমনটাই উঠে এসেছে প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিল (EAC-PM)-এ। প্রধানমন্ত্রীর প্রকাশিত আর্থিক উপদেষ্টা মন্ডলীর রিপোর্ট বলছে, কয়েক বছরে ভারতে মুসলিম এবং অন্য সংখ্যালঘু জনসংখ্যা বাড়লেও হ্রাস পেয়েছে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা। ঠিক তার বিপরীত ছবি দেখা যাচ্ছে পাকিস্তানে। কয়েক বছরে পাকিস্তানের বেশ অনেকটাই বেড়েছে সংখ্যালঘু হিন্দু জনসংখ্যার হার (Hindu Population in Pakistan)। কত শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যান্য সংখ্যালঘু বা ধর্মীয় জনসংখ্যার হার?

ভারতবর্ষের পরশী দেশ হলো পাকিস্তান। যা একটি মুসলিম দেশ। আর সেই মুসলিম দেশেই দেখা গেল সংখ্যালঘু অর্থাৎ হিন্দু জনসংখ্যার হার বৃদ্ধি। ২০২২ সালে প্রকাশ্যে এসেছে পাকিস্তানের সংখ্যালঘু জনসংখ্যার রিপোর্ট। যা প্রকাশ করেছে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস। দেখা গিয়েছে পাকিস্তানের মোট জনসংখ্যার যা রয়েছে তার ১.১৮ শতাংশ দখলে রয়েছে সংখ্যালঘু হিন্দু জনসংখ্যার (Hindu Population in Pakistan)। অর্থাৎ মুসলিম দেশে হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা রয়েছে ২২ লাখ ১০ হাজার ৫৬৬ জন।

পাকিস্তানের মোট জনসংখ্যা রয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৬০১ জন। যার মধ্যে মুসলিম সম্প্রদায় রয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৯২ হাজার। এছাড়াও রয়েছে ১৭ ধরনের ভিন্ন ধর্মী সম্প্রদায়ের লোক। যারা রাষ্ট্রীয় নাগরিকত্ব প্রাপ্ত সংখ্যালঘু। যেমন পাকিস্তানের ১৮ লাখ ৭৩ হাজার ৩৪৮ জন রয়েছে খ্রিস্টান ধর্মের মানুষ। ৭৪,১৩০ জন্য রয়েছে শিখ ধর্মের। ১ লাখ ৮৮ হাজার ৩৪০ জন জনসংখ্যা রয়েছে আহমদীর, ৩,৯১৭ জন পারসির বসবাস রয়েছে পাকিস্তানে এবং ১৪,৫৩৭ জন পাকিস্তানে বসবাস করেন ছদ্মবেশে।

আরও পড়ুন ? Puri Jagannath Mandir: পুরীর মন্দিরে অ-হিন্দু থেকে বিদেশিরা ঢুকতে পান না, কেন এমন রীতি

রয়েছে বেশ কিছু ধর্মীয় জনসংখ্যা। যাদের জনসংখ্যার হার ২০০০-এর কম। যার মধ্যে রয়েছে বৌদ্ধ ধর্ম। যে ধর্মের ১,৭৮৭ জন বসবাস করে পাকিস্তানে। ১,৫২২ জন বসবাস করে কৈলাস ধর্মের, চিনার রয়েছে ১,১৫১ জন, ১,৪১৮ জন্য রয়েছে আফ্রিকান। শিন্টো এবং ইহুদি ধর্মে রয়েছে ৬২৮ জন এবং জৈন ধর্মের মানুষ বসবাস করেন মাত্র ৬ জন। রয়েছে ১৪০০ নাস্তিকের সংখ্যা। তবে পাকিস্তানে যে রেজিস্টার্ড সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে তার বেশি শতাংশই বসবাস করেন সিন্ধু প্রদেশে। তাদের অবস্থান খুব একটা ভালো নয়। বেশিরভাগটাই গরিব। ফলেই দেশের প্রতিষ্ঠানগুলিতে তাদের প্রতিনিধিত্ব খুব একটা নেই।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীর EAC-PM-এর তরফে প্রকাশ্যে এসেছে এক তথ্য। যে রিপোর্টে জানানো হয়েছে ১৯৫০ থেকে ২০১৫ সালে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি (Hindu Population in Pakistan)। যে তালিকায় দেখা যাচ্ছে, গত ৬৫ বছরে দেশে হ্রাস পেয়েছে হিন্দু জনসংখ্যা। অপরদিকে বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা। যেখানে ১৯৫০ সালে হিন্দু জনসংখ্যা দেশে দাঁড়িয়েছিল ৮৪ শতাংশে। যা ২০১৫ সালে হ্রাস পেয়ে অবস্থান করছে ৭৮ শতাংশে। অপরদিকে ১৯৫০ সালে যেখানে মুসলিম জনসংখ্যা ছিল ৯.৮৪% তা ২০১৫ সালের মধ্যে বেড়ে অবস্থান করছে ১৪.০৯ শতাংশে।