‘ভূতকে ভয় পেত’, প্রণব মুখোপাধ্যায়ের কলেজ জীবনের কথা জানালেন ষষ্ঠী কিঙ্কর দাস

Madhab Das

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছবি আঁকড়ে স্মৃতিচারণায় প্রণব মুখোপাধ্যায়ের ছোটবেলার পরমবন্ধু ষষ্ঠী কিঙ্কর দাস। ছোটবেলায় সিউড়ি বিদ্যাসাগর কলেজে একই সাথে পড়াশোনা করেছেন এবং একই হোস্টেলে থেকেছেন তাঁরা।

Advertisements

Advertisements

ভারতীয় রাজনীতির চাণক্য, প্রশাসন চালানোর দক্ষ কারিগর, দীর্ঘ রাজনৈতিক জীবনে কালিমাহীন এই প্রণব মুখোপাধ্যায় আগস্ট মাসের ১০ তারিখ বাথরুমে পড়ে আহত হন। তার মাথায় গভীর চোট লাগে। চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। তারপরেই আরও একটি দুঃসংবাদ সামনে আসে, জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপরেই তাকে ভর্তি করা হয় দিল্লির আর্মি হাসপাতালে। বাঙালি তথা দেশের প্রথম বাঙালি এই রাষ্ট্রপতি প্রয়াত হন ৩১শে আগস্ট ২০২০।

Advertisements

ষষ্ঠী কিঙ্কর বাবু জানিয়েছেন, ১৯৫২ সালে প্রথম পরিচয় হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথে। সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়াশোনা করার সুবাদে তাদের পরিচয়। চার বছর পড়াশোনা করেছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজে। পরবর্তী ক্ষেত্রে ইউনিভার্সিটিতে দু’বছর। কলেজ লাইফের নানান কথা তুলে ধরছেন তিনি। একসাথে খেলাধুলা করা, ক্যান্টিনে আড্ডা দেওয়া। তিনি আরও জানান, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভূতকে ভয় করতেন, ভূতের ভয়ে একা একা রাতে বের হতেন না কোথাও। গোপাল সরকার ওর রুমমেট ওকে তখন সাহস যোগাত।”

ষষ্ঠী কিঙ্কর বাবু জানান, “কলেজ লাইফে বন্ধুদের সাথে খুবই মেলামেশা করতেন। কলেজে পড়াকালীন তিনি কোনো আন্দোলন করেননি। তবে কলেজ থেকে বেরিয়ে বাংলা কংগ্রেসে যোগদান করেছিলেন, অজয় মুখার্জীর বাংলা কংগ্রেসে। সিউড়ি নন্দগোপাল মোড়ের কাছে থাকা একটি দোকানে তিনি বসতেন এবং চা খেতেন। কলেজ লাইফে খুবই শান্ত এবং বিনয়ী ছিলেন প্রণব মুখোপাধ্যায়।”

Advertisements